ঝুলছে SSC ২৬০০০ মামলা! OMR শিট সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যার ফলে কার্যত বেহাল দশা রাজ্যের শিক্ষা পরিকাঠামোর। এরই মধ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই সূত্রেই উঠে এসেছে ওএমআর শিট (OMR Sheet) সংক্রান্ত একাধিক অভিযোগ। তাই এবার এই ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনতেই বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর (Department of Higher Education)।

ওএমআর শিট (OMR Sheet) সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর

এতদিন রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষায় এক বছর পর্যন্ত ওএমআর শিট (OMR Sheet) সংরক্ষণ করে রাখা হতো। তবে এবার এই নিয়মে বিরাট বদল আনতে চলেছে শিক্ষা দপ্তর। সূত্রের খবর শিক্ষক নিয়োগের পরীক্ষায় এবার থেকে ওএমআর শিট টানা ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই এই প্রক্রিয়ার কাজও শুরু করা হয়েছে।

উল্লেখ্য ২০১৬ সালের আগে পর্যন্ত এসএসসি চাকরি প্রার্থীরা খাতায় লিখেই পরীক্ষা দিতেন। সেই খাতা সংরক্ষণের সময়সীমা ছিল তিন বছর। পরবর্তীকালে ২০১৬ সাল থেকে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়ম বদলানো হয়। ওই বছর থেকেই এসএসসির পরীক্ষায় ওএমআর শিটের (OMR Sheet) ব্যবহার শুরু হয়। নিয়ম অনুযায়ী ওই ওএমআর শিট এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হতো।

আরও পড়ুন: বিধবা ভাতা পেতে করতে হবে এই কাজ! বনগাঁর দুয়ারে সরকার ক্যাম্প ঘিরে বিতর্ক

পরবর্তীকালে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। তাই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেনিয়মের জেরে এই ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে দুই বছর পর্যন্ত করতে চেয়েছিল এসএসসি। যদিও তখন তাতে সায় দেয়নি উচ্চশিক্ষা দপ্তর। অবশেষে মত পাল্টেছে উচ্চশিক্ষা দপ্তর।

omr sheet..

জানা যাচ্ছে, শিক্ষা দপ্তরের তরফে এসএসসি’কে জানানো হয়েছে দু’বছরের পরিবর্তে এই ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা ১০ বছর করা হোক। এরফলে সহজেই বিতর্ক এড়ানো যাবে। জানা যাচ্ছে, সামনেই রয়েছে রাজ্যের প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা। ওই পরীক্ষা দিয়েই ওএমআর শিট ১০ বছর পর্যন্ত সংরক্ষণের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর