বাংলা হান্ট ডেস্কঃ বুধবারেও নিষ্পত্তি হল না এসএসসি (SSC Recruitment Scam)-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার! পরবর্তী শুনানির দিন ঘোষণা করে এদিন জানানো হল আগামী ২৭ জানুয়ারি আবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলার হাজার হাজার চাকরিজীবীরা। এই মামলায় শীর্ষ আদালতের একটা সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ। আগামী দিনে সর্বোচ্চ আদালত এই মামলায় পর্যবেক্ষণ জানাতে পারে। একই সাথে ওই দিনেই সিবিআই, রাজ্য সরকার ও চাকরিপ্রাপকদের আইনজীবী সকলের বক্তব্য শুনবে আদালত।
SSC মামলায় বড় আপডেট (SSC Recruitment Scam)
আজ আদালতে এসএসসি মামলার (SSC Recruitment Scam) সওয়াল-জবাব পর্বের শুরুতেই বৈধ অবৈধ চাকরিপ্রাপকদের আলাদা করে তদন্তের আবেদন জানিয়েছিলেন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবী। আদালতের কাছে তিনি আর্জি জানান অন্যের বেনিয়মের জন্য যেন সব যোগ্য চাকরি প্রাপকরা বঞ্চিত না হন। অন্যদিকে নবম ও দশম গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবী মুকুল রোহতগি কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সওয়াল করেন। তিনি নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনশলের কাছ থেকে পাওয়া ৩টি হার্ড ডিস্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আদালতে।
রোহতগি বলেন আসল OMR শিট নেই, তার স্ক্যান করা কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে পরীক্ষা গ্রহণকারী সংস্থা নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনশলের কাছ থেকে পাওয়া ৩টি হার্ড ডিস্ককে গুরুত্ব দেওয়ার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা জানি না, ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কি না’।
এরপর এদিন বঞ্চিত প্রার্থীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, যে অনিয়ম হয়েছে তা বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার আর্জি জানানো হয়েছে। প্রধান বিচারপতিও বঞ্চিত চাকরিপ্রার্থীদের বক্তব্য শুনেছেন। এখন তাঁরাও পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ুন: মাধ্যমিক শুরুর একমাস আগে বড় ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের! জারি হল একগুচ্ছ শর্ত
সব পক্ষের বক্তব্য শোনার পর এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘আমরা সব বিষয় গ্রহণ করেছি। মূলত দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ এক, কারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে,আর কারা পায়নি?’
গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি (SSC Recruitment Scam) ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল। যার ফলে এক ধাক্কায় চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবিং চাকরিহারাদের একাংশ। এবার এই মামলার পরবর্তীতে শুনানির দিকেই নজর সবার।