AFC কাপের পরবর্তী পর্যায়ের আগেই এটিকে মোহনবাগান ছাড়লেন রয় কৃষ্ণা, মন ভাঙলো মেরিনার্সদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আচমকাই খারাপ খবর এটিকে মোহনবাগান ভক্তদের জন্য। তিন মরশুম পরে এটিকে মোহনবাগান ছাড়লেন ফিজির তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণা। আজকেই নিজেদের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই ঘোষণাটি করে দিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। যদিও এএফসি কাপ চলাকালীন এই সিদ্ধান্ত নেওয়ায় রয় কৃষ্ণাকে নিয়ে কিছুটা হতাশ সবুজ মেরুণ সমর্থকরা।

আর কিছু সপ্তাহ পরেই এএফসি কাপের পরবর্তী পর্যায়ে অভিযান শুরু করবে কলকাতার দলটি। কিন্তু তার আগে আচমকাই এই ঘোষণায় কিছুটা চিন্তিত ভক্তরা। যদিও ক্লাবের তরফ থেকে যথাযোগ্য সম্মানের সাথেই বিদায় জানানো হয়েছে কৃষ্ণাকে। বলা হয়েছে “অসংখ্য ভালো মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ, রয়! বিদায় এবং সৌভাগ্য কামনা করা হলো!” জানা গেছে যে ফিজিয়ান স্ট্রাইকারের বদলি খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

এটিকে মোহনবাগানের প্রাক্তন ফিজিয়ান ফরোয়ার্ডের কাছে আইএসএলের একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে। ফিজির জাতীয় দলের তারকার এখনও ভারতেই খেলবেন কিনা সেই বিষয়ে কিছু জানাননি। তার কাছে ভারতে আসার আগে খেলে আসা অস্ট্রেলিয়ান এ লিগের কিছু দলের অফারও রয়েছে। তিনি শেষপর্যন্ত কি সিদ্ধান্ত নেন তা দেখার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

সূত্র মারফত পাওয়া খবর থেকে একটা বিষয় পরিস্কার, তা হল এটিকে মোহনবাগান তারকা স্ট্রাইকারকে ছাড়তে চায়নি, তবে সেক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশ কিছুটা কম মাইনেতেই সবুজ মেরুনে জার্সি গায়ে খেলতে হতো ফিজিয়ান তারকাকে। গত মরশুমে তিনি নিজের পরিচিত ছন্দে ছিলেন না। চোট আঘাতে ভোগা ফরোয়ার্ড গত মরশুমে মাত্র ৬ গোল পেয়েছিলেন। তাই শেষপর্যন্ত তাকে ছাড়তে খুব বেশি ভাবতে হয়নি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর