বাংলা হান্ট ডেস্ক: টালা ব্রিজে বন্ধ হল ভারী যান চলাচল। ছোটো গাড়ি চলাচল করবে। পুজোর আগে বসবে হাইট বার। আজ নবান্নে টালা ব্রিজ নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল।
ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। বিপদজনক দশায় রয়েছে শহরের বহুল ব্যস্ত টালা ব্রিজ। সে কারণেই বিশেষজ্ঞরা টালা ব্রিজ পর্যবেক্ষণ করে, তা ভেঙে ফেলে নতুন ব্রিজ তৈরির পরামর্শ দিয়েছেন ইতিমধ্যেই। তাঁদের মতে, ‘পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি করাই ভালো।’ কিন্তু এই নতুন ব্রিজ তৈরি করতে তিন বছর সময় লাগবে। কিন্তু এই সময় যানচলাচলের নতুন রাস্তা হিসেবে কোন পথ ব্যবহার করা হবে? সেইসব খতিয়ে দেখার পরে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর, টালা ব্রিজের দুর্বল অংশ ভেঙে ফেলার সুপারিশ করেছে রাইটস। কিন্তু রাজ্য সরকার আরও একটি বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ শোনার পরই সিদ্ধান্ত নিতে চায়।
সম্প্রতি টালা ব্রিজের ভার বহন ক্ষমতা অনেকটাই কমে এসেছে, তাই এবার হাইট বার বসানো হবে বিটি রোডের ওপর এই ব্রিজটিতে। মঙ্গলবার পূর্ত দফতরের তরফে এক নির্দেশিকা জারি করে এ বার্তা দেওয়া হয়েছে। পূর্ত দফতর জানায়, দিনের-পর-দিন টালা ব্রিজ দিয়ে ভারী যান চলাচল হওয়ার ফলে রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রিজ। যাতে ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘৮ ফুট উঁচু হাইট বার বসানো হবে টালা ব্রিজের দুপারে। খরচ ধরা হয়েছে ২৬ লক্ষ টাকা। ২১ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে হাইট বার। এই হাট বারের নীচ দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি যেতে পারে।’ সন্দেহ করা হচ্ছে টালা ব্রিজ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত হতে পারে বাস চলাচল। বালি ব্রিজ দিয়ে ডানলপ হয়ে কলকাতা শহরে পণ্যবাহী যান ঢোকার পথও বন্ধ হবে।
এরপরই টালা ব্রিজে গাড়ি চলবে কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্রিজ পরিদর্শনে যান গার্ডেনরিচ শিপবিল্ডার্স, রাইটস, রেল ও পূর্ত দফতরের আধিকারিকরা। ব্রিজ পরিদর্শন করার পর এই চার সংস্থার প্রতিনিধিরা নবান্নে রিপোর্ট দেন। এই রিপোর্টে টালা ব্রিজ নিয়ে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ উঠে আসে। তাঁরা সকলেই ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির পক্ষে মত দেন। এদিকে, টালা ব্রিজের নীচে রয়েছে বহু মানুষের বাস। জানা গেছে, তাঁদেরকে রেল ইয়ার্ডের পিছনে খালপাড়ে জায়গা নির্দিষ্ট দেওয়া হবে। শুধু তাই নয় এর পাশাপাশি সাহিত্য পরিষদ স্ট্রিটে একটি বাড়িও দেখা হয়েছে। জানা গেছে, টালা ব্রিজের নিচে বসবাসকারী লোকজনদের এই বাড়িতেও পুনর্বাসন দেওয়া হতে পারে।