কয়েকশো কোটি পারিশ্রমিকের দাবি সলমনের, ভাইরাল বিগ বসের প্রতিযোগীদের তালিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খুব শীঘ্রই শুরু হতে চলেছে সলমন খানের (salman khan) বিতর্কিত রিয়েলিটি শো (reality show) বিগ বস (bigg boss)। ৩রা অক্টোবর থেকে সম্প্রচারিত হবে এই শোয়ের ১৪ তম সিজন। এরই মাঝে ভাইরাল হল শোয়ের প্রতিযোগীদের নামের একটি তালিকা।

এই তালিকা থেকে জানা যাচ্ছে, এবারের সিজনে থাকবে বেশ বড়সড় চমক। অভিনেত্রী জ‍্যাসমিন ভাসিন, নয়না সিং, টিনা দত্ত, এজাজ খান সহ বেশ কিছু পরিচিত মুখ চোখে পড়বে এই সিজনে। তবে এই তালিকা আদৌ আসল কিনা তা জানা যায়নি। বিগ বসের নির্মাতাদের তরফে এখনো কোনো নাম প্রকাশ‍্যে আসেনি।


অপরদিকে সলমনের পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। আগে শোনা গিয়েছিল, এই সিজনের জন‍্য ৪৫০ কোটি পারিশ্রমিক ধার্য করেছেন অভিনেতা। তবে এখন একটি সূত্র থেকে শোনা যাচ্ছে পারিশ্রমিক আরও বাড়িয়েছেন তিনি। প্রতি এপিসোডে ২০ কোটি করে মোট ৪৮০ কোটি টাকা নেবেন ভাইজান।

https://twitter.com/TheRealKhabri/status/1308680529839968258?s=19

জানা গিয়েছে, এবারে গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে হবে শুটিং। নিজের বাড়ি থেকেই শুটিংয়ে আসবেন সলমন। ৩রা অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগ বস খুুুব শীঘ্রই শুরু হতে চলেছে সলমনের এই শো। নিজের ইনস্টা পোস্টে অভিনেতা নিজেই এই খবর জানিয়েছেন। শোয়ের নতুন প্রোমো শেয়ার করেছেন সলমন। লিখেছেন, ‘২০২০র সব সমস‍্যাকে শেষ করে দিতে এসে গেছে বিগ বস’।

প্রোমোতে দেখা যাচ্ছে হাত ও পায়ের শিকল ভেঙে বেরিয়ে আসছেন সলমন। এই প্রোমোটিও বেশ পছন্দ করছে মানুষ। ইতিমধ‍্যেই ভাইরাল হতে শুরু করেছে অভিনেতার এই পোস্ট। আগামী ৩রা অক্টোবর রাত নটা থেকে শুরু হতে চলেছে বিগ বস ১৪ সিজন।

কিছুদিন আগেই প্রকাশ‍্যে আসে বিগ বসের আরূকটি প্রোমো। প্রোমোতে কখনও ঘর মুছতে আবার কখনও সিনেমাহলে বসে পপকর্ন খেতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, শোয়ের থিম এবার হতে চলেছে জঙ্গল। এছাড়া বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে করোনাকে প্রতিহত করার উপায়ও থাকবে শোয়ের মধ‍্যে।

X