বৃহত্তম iPhone উৎপাদন কারখানা গড়া হচ্ছে ব্যাঙ্গালুরুতে! সুযোগ হবে ৬০ হাজার কর্মসংস্থানের

বাংলাহান্ট ডেস্ক : মেক ইন ইন্ডিয়ার স্বপ্নকে সার্থক করতে বেঙ্গালুরুর (Bengaluru) কাছে স্থাপিত হচ্ছে ভারতে অ্যাপলের (Apple) সবথেকে বৃহত্তম আইফোন (iPhone) উৎপাদনের কারখানা। কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী ড.অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার ঘোষণা করেছেন যে ভারতের বৃহত্তম অ্যাপল আইফোন উৎপাদন ইউনিট তামিলনাড়ুর হোসুরে স্থাপন করা হবে।

জনজাতি গৌরব দিবস অনুষ্ঠানে ড.অশ্বিনী বৈষ্ণব বলেন, “অ্যাপলের আইফোন এখন ভারতে তৈরি হচ্ছে এবং ভারতের সবচেয়ে বড় আইফোন প্ল্যান্ট বেঙ্গালুরুর কাছে হোসুরে স্থাপন করা হচ্ছে। এই কারখানায় 60,000 লোক কাজ করবে।” টেলিকম ও আইটি মন্ত্রী আরও জানান, “এই 60,000 কর্মচারীদের মধ্যে প্রথম 6,000 কর্মচারী হলেন রাঁচি এবং হাজারীবাগের কাছাকাছি এলাকায় বসবাসকারী আমাদের আদিবাসী বোন। উপজাতি বোনদের অ্যাপল আইফোন তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছে।”

অ্যাপল আইফোনগুলি ভারতে তাইওয়ানের কন্ট্র্যাক্টর সংস্থা ফক্সকন, উইস্ট্রনের সাহায্য নিয়েই তৈরি করা হয়। রয়টার্স জানিয়েছে যে ভারতে অ্যাপল ফোন সরবরাহকারী ফক্সকন আগামী দুই বছরের মধ্যে ভারতে তাদের কাজ কমপক্ষে চার গুণ বাড়িয়ে দিতে চাইছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, তাইওয়ান-ভিত্তিক ফক্সকন আগামী দুই বছরে আরও 53,000 কর্মী যুক্ত করে দক্ষিণ ভারতে তার প্ল্যান্টে কর্মীদের সংখ্যা 70,000 পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে।

tata apple fatory

প্রসঙ্গত, করোনা, লকডাউনের জন্য চীন দেশে অ্যাপেলের কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে অ্যাপেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতবর্ষে তারা অ্যাপেল আইফোন তৈরির কারখানা প্রতিষ্ঠা করবে। এই বিষয়ে তাদের সাহায্য করছে টাটা গোষ্ঠী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর