মেজাজ হারিয়ে IPL-এর মঞ্চে ঝামেলায় জড়িয়ে নিজেদের নাম খারাপ করেছেন এই ৪ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL) হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। এখানে প্রতিদ্বন্দ্বিতার পরিমাণ অন্যান্য যে কোনও লিগের চেয়ে অনেক বেশি। তাই খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন কঠিন পরিস্থিতিতে খেলোয়াড়দের পক্ষে নিজেদের মেজাজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা দেখে নেব সেই চারটি মুহূর্ত যখন ভারতীয় ক্রিকেটার মাথা গরম করে ঝামেলায় জড়িয়ে ছিলেন….

warne sourav

১. সৌরভ গাঙ্গুলী বনাম শেন ওয়ার্ন: ২০০৮ সালে অর্থাৎ প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়ালস ম্যাচে এই গন্ডগোলটি হয়েছিল। সৌরভ ম্যাচ আরম্ভ হওয়ার আগে বিপক্ষ অধিনায়ক শেন ওয়ার্নকে কিছুক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিলেন। এরপর ম্যাচে যখন সৌরভ আউট হন তখন আউটের সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়া নিয়ে সৌরভ এবং ওয়ান একে অপরের সঙ্গে বাক বিতন্ডায় জড়ান। তবে ম্যাচটি জিতেছিল শেন ওয়ার্নের রাজস্থানই।

dhoni umpire

২. মহেন্দ্র সিং ধোনি বনাম আম্পায়ার: মহেন্দ্র সিংহ ধোনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত হলেও ২০১৯ সালে তাকে মেজাজ হারাতে দেখা গিয়েছিল তাও আবার আম্পায়ারদের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের করা একটি বিমার নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে দেখা দিয়েছিল সেদিন ক্যাপ্টেন কুলকে।

harbhajan srishant

৩. হরভজন সিং বনাম শ্রীশান্ত: ২০০৮ সালের পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে সম্পূর্ণভাবে নিজের মেজাজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন অভিজ্ঞ এবং তারকা স্পিনার হরভজন সিং। শ্রীশান্তের সঙ্গে তার ঝামেলা এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছিল যে তিনি মাঠে সকলের সামনে সুশান্তের গালে থাপ্পড় মেরে দেন। তৎকালীন তরুণ পেস বোলারের কান্না ভেজা মুখ আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে।

naveen virat

৪. বিরাট কোহলি বনাম নবীন উল হক: চলতি আইপিএলের এখনো অবধি সবচেয়ে আলোচিত অংশ হয়ে রয়েছে আফগান বোলার নবীনের সঙ্গে বিরাট কোহলির বাকবিতন্ডায় জড়ানোর ঘটনাটি। বিরাট কোহলি নিজের জুতো দেখিয়ে আফগান ক্রিকেটারকে এমন কিছু বলেন যা কোনও ক্রিকেটপ্রেমীই মেনে নিতে পারছেন না। তবে বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন যে সবসময় মাঠের মধ্যে সাদা চোখে যা দেখা যায় সেটা পুরোপুরি সত্যি হয় না। সব মিলিয়ে বলা যায় এই ঘটনার বিস্তারিত সত্য এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু দুজনকেই জরিমানা দিতে হয়েছে এই ম্যাচের শেষে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর