বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় দফায় হতে চলা বিহারের বিধানসভা নির্বাচন (Bihar assembly election) নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। কংগ্রেস তাঁদের সমস্ত প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। আর এরমধ্যে একটি প্রার্থীর নাম সবাইকে আশ্চর্য করে দিচ্ছে। ওই প্রার্থী আর কেউ না, তিনি হলে NDTV এর অ্যাঙ্কর রবীশ কুমারের (Ravish Kumar) ভাই ব্রজেশ পাণ্ডে। কংগ্রেস ব্রজেশ পাণ্ডে কে মোতিহারির গোবিন্দগঞ্জ বিধানসভা আসনের টিকিট দিয়েছে।
Brother of Ravish Kumar & Congress leader Brajesh Panday along with friend (Nikhil) were accused of raping a Minor Dalit Girl.
Later, the dalit rape survior was forced to marry Nikhil in order to settle the case.
After photo-op at Hathras, Rahul gave Ticket to Brajesh Pandey. https://t.co/OM1iDG4R0h pic.twitter.com/3V32DN80tn
— Ankur Singh (@iAnkurSingh) October 15, 2020
জানিয়ে দিই কংগ্রেসের এই প্রার্থী বিহার সরকারের প্রাক্তন কংগ্রেসের মন্ত্রীর নাবালিকা মেয়ের রে’প মামলায় অভিযুক্ত। আর এই কারণে ওনাকে বিহার কংগ্রেসের সহ সভাপতি পদ থেকে ইস্তফাও দিতে হয়েছিল। শুধু তাই নয়, এই অভিযোগের কারণে ওনার বিরুদ্ধে POCSO Act অনুযায়ী মামলা দায়ের হয়েছিল।
কংগ্রেস দ্বারা জারি করা প্রার্থীর তালিকায় ব্রজেশ কুমারও জায়গা পেয়েছেন। ওনাকে গোবিন্দগঞ্জ আসন থেকে প্রার্থী করা হয়েছে। এই আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে। যদিও, এর আগেও তিনি এই আসন থেকে ভোটে লড়েছিলেন। কিন্তু সেই সময় তিনি জয় হাসিল করতে পারেন নি। ২০১৭ সালে ওনার বিরুদ্ধে যখন দলীয় নেতার নাবালিকা মেয়ের রে’পের অভিযোগ উঠেছিল, তখন তিনি বিহার কংগ্রেসের সহ সভাপতি ছিলেন। এই মামলা সামনে আসার পর ওনাকে পদত্যাগ করতে হয়।
कृपया सिरियल न 9 विधानसभा न 14 गोविंदगंज के प्रत्याशी पर ध्यान दे । @INCIndiaLive ने विश्वविख्यात देश के एक मूर्धन्य पत्रकार के अनुज को चुना है । राजनीति और पत्रकारिता का ऐसा नायाब और बेशर्मी से ओतप्रोत संगम विरले ही होते है ।@ravishndtv pic.twitter.com/gRAuXoCIaT
— Dr. Devendra Kumar (@DrDevendraKumar) October 15, 2020