বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট (Loksabha Vote )। ভোটের দিনক্ষণ এখনও সামনে আসেনি তবে এরই মধ্যে বিরোধী জোট ইন্ডিয়ায় (I.N.D.I.A Alliance) ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন। এর প্রধান কারণ এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সূত্রের খবর, শীঘ্রই গেরুয়া শিবিরে (BJP) যোগ দিচ্ছেন জেডিইউয়ের নীতিশ। ইতিমধ্যেই এই নিয়ে বিজেপি তরফে সবুজ সংকেত মিলেছে বলেও জানা যাচ্ছে।
গত বছরের মাঝামাঝি যে নীতীশ কুমারে ডাকে পাটনায় প্রথম বিজেপি বিরোধী ১৭টি দল বৈঠকে বসেছিল, সেই নীতীশই এবার ‘বন্ধু’দের সঙ্গ ছেড়ে পা বাড়ালেন গেরুয়া শিবিরে। অর্থাৎ লোকসভা ভোটের আগে বিহারের রাজনীতিতে উলটপুরাণ!
সূত্র মারফত জানা যাচ্ছে, বেতিয়ার সভায় মোদীর সঙ্গে থাকতে পারেন নীতীশ কুমার। জল্পনা চলছিল বহুদিন, এসবের মধ্যেই এবার লোকসভা ভোটের দোরগোড়ায় ফাটল ইন্ডিয়া জোটে। তাহলে কী লোকসভা ভোটের আগেই ভাঙতে পারে বিহার বিধানসভা? এবার জেডিইউয়ের সঙ্গে বিজেপির জোট বেঁধে লড়াই হবে বিহারে? এই সব প্রশ্নই এখন সামনে আসছে।
সূত্রের খবর, বিহারে গেরুয়া শিবিরের কিছু রাজ্য নেতাদের মধ্যে নীতিশকে নিয়ে আপত্তি থাকলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব পুরোনো সঙ্গীকে দলে নিতে মত দিয়েছে। শেষমেষ সত্যিই যদিও জেডিইউ-বিজেপি জোট হয়, তাহলে বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে চায় বিজেপি, এমনটাই সূত্র মারফত খবর।
আরও পড়ুন: হঠাৎ বিচারপতি গাঙ্গুলি ও সিনহার বেঞ্চ থেকে প্রাথমিকের মামলা সরিয়ে দিল সুপ্রিম কোর্ট, কারণ কী?
যেই নীতিশকে মোদী বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক গুলিতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সেই নীতিশই ভোটের আগে হাত মেলাবেন পুরনো সঙ্গী বিজেপি-র সঙ্গে! কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গিয়েছিল নীতিশের মুখে। সেই থেকেই শুরু হয় জল্পনা। আর এবার খুব শীঘ্রই বিজেপিতে ফিরতে চলেছেন JDU প্রধান, সূত্রে খবর তেমনই।