বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে করোনা ভাইরাস (Coronavirus) ভারতের (India) প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছে। করোনায় আম জনতা থেকে নেতা/নেত্রী এমনকি তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। আর এরকমই এক খবর পাওয়া যাচ্ছে বিহার থেকে। বিহারে (BIhar) মুখ্যমন্ত্রী আবাসে পৌঁছাল করোনা। পাটনার সরকারি আবাসে থাকা মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের (Nitish Kumar) ভাইজি করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় সংক্রমিত হওয়ার পর সোমবার রাতে ওনাকে রাজধানী পাটনার এইমসে ভর্তি করানো হয়েছে। আরেকদিকে, গোটা মুখ্যমন্ত্রী আবাসকে স্যানিটাইজ করা হয়েছে। এছাড়াও ঘরের সমস্ত সদস্যকে কোয়ারেন্টাইন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতিটি সদস্যের করোনার পরীক্ষা করানো হচ্ছে।
যদিও এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর কাজে কোন প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী নিতিশ কুমার প্রতিদিনের মতই রাজ্যের কাজে লেগে থাকবেন। জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী এমাসে নিজেও করোনার পরীক্ষা করিয়েছেন। ওনার রিপোর্ট নেগেটিভ এসেছিল।
উল্লেখ্য, বিধান পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী সভাপতি অবধেশ নারায়ণ সিংও উপস্থিত ছিলেন। শনিবার সভাপতির করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল। এরপর মুখ্যমন্ত্রীর সংস্পর্শে আসা সমস্ত আধিকারিক আর কর্মীদের করোনার পরীক্ষা করানো হয়। এর সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজেও করোনার পরক্ষা করান। তবে সবার রিপোর্টই নেগেটিভ এসেছিল।
আপনাদের জানিয়ে দিই, বিহারে করোনায় আক্রান্তদের সংখ্যা ১২ হাজার পার করেছে। স্বাস্থ্য মন্ত্রালয় দ্বারা জারি তাজা পরিসংখ্যান অনুযায়ী, বিহারে মোট রোগীর সংখ্যা ১২ হাজার ১২৫। যার মধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনাকে হারিয়ে এখনো পর্যন্ত ৮ হাজা ৯৯৭ জন সুস্থ হয়েছে। রাজ্যে এখন মোট ৩ হাজার ৩১ টি মামলা সক্রিয়।