বাংলাহান্ট ডেস্কঃ ১৬ বছরের মেয়ে ও ১৪ বছরের ছেলের বিয়েকে বৈধ ঘোষণা করল বিহার শরিফ আদালত। এমনকি মাত্র তিন দিনের মধ্যে কোনও মামলার নিষ্পত্তি করে আদালত রেকর্ড তৈরি করল। আদালতের তরফে জেলে বন্দি ওই ১৪ বছর বয়সী ছেলেকে মুক্তি দিতে বলা হয়। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ( Bihar Court Historic Verdict ) ফলে ওই নাবালক-নাবালিকা দম্পতির ৮ মাস বয়সী শিশু কন্যা তার অধিকার পেল বলে মনে করছেন অনেকেই।
আদলাতের তরফে এও জানানো হয় যে, দম্পত্তির আট মাস বয়সী শিশু কন্যা কে তার ঠাকুরদা-ঠাকুমার কাছে পাঠানো যেতে পারে। এমন ঐতিহাসিক রায় প্রসঙ্গে আদালত এও জানায় যে, এই মামলাটি আইনি নজরের বাইরে মানবতার দৃষ্টিভঙ্গীতে নিষ্পত্তি করা হয়েছে।
তবে এই রায় থেকে কখনো কেউই সুবিধা নিতে পারবে না ( No one can take advantage of this Decision )। কারণ এটি শুধুমাত্র ওই শিশুকন্যার কথা ভেবেই নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই প্রথম মাত্র ৩ দিনের মধ্যে কোনো মামলার রায় ঘোষণা হয়েছে বিহারে।
রায়ের পাশাপাশি বিহার শরীফ আদালতের ( Bihar Sharif Court ) বিচারক নাবালক এবং নাবালিকা দম্পতির ও তাদের শিশুকন্যার যথাযথ যত্নের বিষয়ে প্রতি ছয় মাসে জেলা শিশু সুরক্ষা ইউনিট ( District Child Protection Unit ) এবং হিলসা শিশু কল্যাণ ( Hilsa Child Welfare )পুলিশ কর্মকর্তাদেরকে রিপোর্ট করার নির্দেশও দিয়েছেন। আদালত নিষ্পাপ মেয়ে সন্তানের স্বার্থের কথা মাথায় রেখে এ জাতীয় সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।