বাংলা হান্ট ডেস্ক: বিহারে এনসেফ্যালাইটিস রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। আরো ৩০০ জন শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বিহার কতৃপক্ষের দেওয়া হিসেব অনুযায়ী মুজাফফর জেলার শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এ ৮৩ জন শিশু মৃত্যু হয়েছে এবং কেজরিওয়াল হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ১৭ শিশুর।
চিকিৎসকরা জানিয়েছেন শিশুদের ব্লাড সুগার লেভেল নিচে কমে যাওয়ার কারণে এই মৃত্যু ঘটেছে। শুক্রবার হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে। তিনি হাসপাতালগুলোকে অ্যাম্বুলেন্স ও বেড সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট চিকিৎসকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।