গায়ে ঝুড়ি ঝুড়ি গোল্ড জুয়েলারি! সোনার বাইক চেপে ঘুরছেন এই ব্যক্তি

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সোনার দাম যেন একেবারে অগ্নি মূল্য। মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনার দাম। এখন সোনা (Gold) কেনার জন্য চাহিদা থাকলেও টাকা পয়সার অভাবে কেনা যাচ্ছে না। বাড়িতে পুরনো সোনার গয়না থাকলে সেই দিয়েই আজকাল নতুন সোনার গয়না বানিয়ে নিচ্ছেন। কিংবা যত সামান্য সোনা কিনেই খুশি থাকতে হচ্ছে মানুষকে।

বিহারের সোনাপ্রেমী (Gold) এক ব্যক্তির কথা

তাতেও লেগে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। সেখানে কিনা এই ব্যক্তি মাথা থেকে পা অব্দি সোনা (Gold) দিয়ে মুড়িয়ে নিলেন। ভারতের সোনার মানুষ চাইছেন তার সোনার ভান্ডার যেন দিনের পর দিন বাড়তেই থাকুক। তার নাম হলো প্রেম সিং (Prem Singh) । তিনি বিহারের (Bihar) বাসিন্দা। তার সারা গা সোনার গয়নায় ঢাকা। প্রায় পাঁচ কেজির ওপর সোনার গয়না তিনি সবসময় পড়ে থাকেন।

   

আরোও পড়ুন : এই রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ল ১৬ শতাংশ, মন খারাপের মাঝেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর

সোনাই (Gold) হলো তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান। প্রেম সিং সখের বসে তার বুলেট বাইকটিও সোনা দিয়ে মুড়িয়ে ফেলেছেন। সম্প্রতি তার সাধারণ বুলেট মোটরবাইকটিকে (Motor Cycle) বেঙ্গালুরু (Bengaluru) থেকে সোনার পাত দিয়ে মুড়িয়ে বিহারে ফিরেছেন তিনি। তাঁর এই বাইক সোনা দিয়ে মুড়তেই খরচ হয়েছে ১২ থেকে ১৪ লক্ষ টাকা।

845d1dad633f53bfff16e3f2f6ec6fbd original

এরপর যখনই তিনি সোনার পাতে মোরা বাইক নিয়ে বাইরে বেরোচ্ছেন তাকে দেখলেই লোকজন রীতিমতো ছেঁকে ধরছে। সকলেই চাইছেন তার সঙ্গে একটি ছবি তুলতে। তবে এখানে কিন্তু থেমে থাকতে রাজি নন প্রেম সিং। তিনি আরো সোনার গয়না পড়তে চান বলে জানিয়েছেন। আর সেই লক্ষ্য পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন তিনি। ভারতের সবচেয়ে বেশি সোনার গয়নার মালিক হতে চাইছেন প্রেম সিং।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর