বাংলা হান্ট ডেস্ক : জনপ্রিয় ইউটিউবার মণীষ কাশ্যপের (Manish Kashyap) বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিহারের অর্থনৈতিক দুর্নীতি দমন শাখা (Bihar’s Economic Offences) শুধু মণীশ নয়, তারই সঙ্গে যুবরাজ সিংহের রাজপুতের বিরুদ্ধেও এরেস্ট ওয়ারেন্ট জারি করেছে বিহার প্রশাসন। এরই মধ্যে ফেরার হয়ে যায় দুই অভিযুক্ত। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিহার পুলিস।
এরই মধ্যে মণীষের বিরুদ্ধে অর্থনৈতিক তছরুপের প্রমাণও পাওয়া গেছে বলে দাবি বিহার সরকারের। সেই অভিযোগেই এবার মণীষ কাশ্যপ ওরফে ত্রিপুরারি কুমার তিওয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিল বিহার প্রশাসন।
কী ঘটেছিল? জানা যাচ্ছে, তামিলনাড়ুতে বিহারি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করার একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেন জনপ্রিয় ইউটিউবার মণীষ কাশ্যপ। মারাত্মক ভাইরাল হয় সেই ভিডিওটি। বিহার প্রশাসনের দাবি ওই ভিডওটি ফেক। এরপরই মিথ্যা প্ররোচনা দেওয়া অভিযোগে মণীশ এবং তাঁর সহকারী যুবরাজ সিংহ রাজপুতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিহার প্রশাসন। এবার মণীষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তদন্ত করে অর্থনৈতিক তছরুপের প্রমাণ পেল সংশ্লিষ্ট দুর্নীতি দমন শাখা।
জানা যাচ্ছে, মণীষের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করল বিহার। বন্ধ করে দেওয়া হল ওই ইউটিউবারের ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটি বিশেষ দল গঠন হয়েছে দুই অভিযুক্তকে গ্রেফতার করার জন্য। আপাতত মণীষ এবং যুবরাজ দুজনেই ফেরার। বিহার পুলিস জানিয়েছ দুজনের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ফলে মণীষ বাধ্য হবে আত্মসমর্পন করতে, এমনই মনে করছে বিহারের প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
বিহারের প্রশাসনিক সূত্রে খবর, মণীষের মোট ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ৪টি অ্যাকাউন্টে মোট ৪২ লক্ষ ১১ হাজার টাকা রয়েছে। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৪৯৬ টাকা। আইডিএফসিতে রয়েছে ৫১ হাজার ৬৯ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কে রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৪৬৩ টাকা। এবং সচতক ফাউন্ডেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩৪ লক্ষ ৮৫ হাজার ৯০৯ টাকা।