কৃষক আন্দোলনের মধ্যে বড় সিদ্ধান্ত সরকারের,  চরম সংকটে পড়তে পারেন অন্নদাতারা

কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের (farmers protest) মাঝেই বিহার (Bihar) সরকার কৃষকদের বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। বিহারে কৃষকদের জন্য ডিজেল (Diesel) ভর্তুকি বন্ধ করা হয়েছে। কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিংহ সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছেন।

loan 1

তিনি বলেন, এখন প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। এছাড়াও বিদ্যুৎ ডিজেলের তুলনায় সস্তা। সুতরাং, এখন ডিজেল অনুদানের প্রয়োজন নেই। জানিয়ে রাখি, এই বছর খরিফ চাষের সময়ও কৃষকরা ডিজেল ভর্তুকি পাননি। কৃষকদের তিনটি সেচের জন্য প্রতি লিটারে ৬০ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

ডিজেল অনুদান প্রকল্পের আওতায় সরকার কৃষকদের ফসলের ডিজেল পাম্প সেট দিয়ে সেচ করার জন্য ভর্তুকি দেওয়া হতো। এই প্রকল্পের আওতায় বিহারের সমস্ত কৃষকরা অর্থনৈতিক সুবিধা পাচ্ছিলেন। গত আর্থিক বছরে সাড়ে ছয় লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন। তবে এই সংখ্যা আবেদনকারীদের মধ্যে অর্ধেক ছিল। এর আগে ৩০ লাখেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ডিজেল ভর্তুকি দেওয়া হত।

কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিং জানিয়ে দিয়েছেন, যে ডিজেল ভর্তুকি দেওয়া হবে না সরকার পুরোপুরি ঘোষণা করেনি। বর্তমানে এই বছরের জন্য বন্ধ। পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া হচ্ছে এবং তা ডিজেলের চেয়েও সস্তা। ডিজেল অনুদানের চাহিদাও আর নেই। চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজেলের দাম বৃদ্ধি সরকারের সিদ্ধান্ত কৃষকের জন্য ভয়াবহ আকার ধারন করবে। সরকার কেবল সেচ দেওয়ার জন্য ডিজেলের উপরে ভর্তুকি দিতেন। কিন্তু ডিজেলের উপর কৃষকদের নির্ভরতা আরও অনেক বেশি। ডিজেল ট্র্যাক্টর ইত্যাদিতেও কাটা এবং রোজমেরি দিয়ে বাজার পরিবহনে ব্যবহৃত হয়। ফসল তোলার ক্ষেত্রেও ডিজেল ব্যবহার হয়।

 

সম্পর্কিত খবর