গভীর রাতে ঘুমন্ত কৃষকদের ডেকে তুলে মারধর বিহার পুলিসের! জাবাবে আগুন পুলিসের গাড়িতে

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম বিহার। মাঝরাতে০ ঘুমন্ত কৃষকদের বাড়িতে ঢুকে চলল বেধড়ক মারধর। অভিযোগের তির বিহার (Bihar) পুলিসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে সে রাজ্যের বক্সা জেলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার ভিডিও। এরই সঙ্গে কৃষকদের বাড়ির বাইরে পুলিস বাহিনীর জড়ো হওয়ার সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের দৌলতে।

জানা যাচ্ছে এই হামলার পিছনে রয়েছে গত প্রায় তিন মাস ধরে চলতে থাকা কৃষক (Farmer) বিদ্রোহ। জমি সংক্রান্ত বিবাদ নিয়েই সৃষ্টি হয় চরম বিক্ষোভের। স্থানীয় সূত্রে খবর বানারপুর গ্রামে একটি সরকারি বিদ্যুৎ সংস্থা কৃষকদের জমি অধিগ্রহণ করে। কৃষকদের দাবি, জমির মূল্য তাঁদের যা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। আরও অর্থের দাবিতে গত ৮৫ দিন ধরে লাগাতার বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন তাঁরা। বিদ্রোহীদের দাবি, ১২ বছর আগের দাম দেওয়া হয়েছে তাঁদের। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে গত মঙ্গলবার। সেদিন ওই সংস্থার দফতরের প্রধান দরজায় তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। এরপরই মাঠে নামে পুলিস। সেদিন রাতেই কৃষকদের বাড়িতে গিয়ে মারধর শুরু করে বিরাট পুলিস বাহিনী।

   

bihar police

স্থানীয় এক কৃষক জানান, ‘মাঝরাতে আমরা ঘুমোচ্ছিলাম। সেই সময় পুলিস কর্মীরা এসে দরজায় ধাক্কা দিতে থাকেন। দরজা খুলতেই ভিতরে ঢুকে অকথ্য মারধর করেন তাঁরা। ব্যাটন দিয়ে মারা হয়েছে। পাশাপাশি কিছু মহিলার সঙ্গেও খারাপ ব্যাবহার করে পুলিস।’

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত পুলিসের পক্ষ থেকে এই হামলার কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। এদিকে হামলার পরে বুধবার থেকেই আরও তীব্র হয়েছে আন্দোলন।পুলিসের গাড়িতেও আগুন লাগানোর ঘটনা ঘটে। পুলিসকে লক্ষ্য করে ঢিল ছোঁড়াও শুরু হয়ে যায়। সব মিলিয়ে উত্তেজনা আরও মারাত্মক আকার ধারণ করে। পুলিসের তরফ থেকে জানান হয়েছে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর