রাজনীতিতে ইন্দ্রপতন! প্রয়াত শরদ যাদব! শোকজ্ঞাপন মোদি-মমতার

বাংলা হান্ট ডেস্ক : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান সোশ্যালিস্ট নেতা শরদ যাদব (Sharad Yadav)। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরদের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য ব্যক্তিত্বরা।

বৃহস্পতিবার রাতে শরদ যাদবের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন তাঁর কন্যা সুহাসিনী যাদব নিজেই। জানা গিয়েছে, বেশ কিছুদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই সোশ্যালিস্ট নেতা। বৃহস্পতিবার রাতে অসুস্থতা বাড়ে তাঁর। অচেতন অবস্থায় তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসায় কোনও সাড়া মেলেনি। এর পরই ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

sharad 2

শরদ যাদবের রাজনৈতিক জীবন বেশ বর্ণময়। একাধিকবার দল বদলেছেন তিনি। তবে নীতি আদর্শের সঙ্গে কখনও আপস করেননি। তাঁর রাজনৈতিক কেরিয়ারের শুরু ছাত্রজীবন থেকে। দেশে জরুরি অবস্থা লাগু হওয়ার পর জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন তিনি। ধীরে ধীরে বিহারের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে হয়ে ওঠেন। লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) এবং নীতিশ কুমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন একটা সময়।

লালুর সঙ্গে মতবিরোধ হওয়ায় দল ছেড়ে নীতিশের দলে যোগ দেন। নিজের আলাদা রাজনৈতিক দলও গড়েন শরদ। একেবারে শেষ দিকে বিজেপির (BJP) সঙ্গে নীতিশ কুমারের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেন নি তিনি। জেডিইউ ছেড়ে আবার আরজেডিতে যোগ দেন। শেষ পর্যন্ত আরজেডির সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ১০ বার সাংসদ নির্বাচিত হয়েছেন যাদব। ৭ বার লোকসভার এবং রাজ্যসভায় ৩ বার। একবার কেন্দ্রীয় মন্ত্রীও হয়ে ছিলেন শরদ।


Sudipto

সম্পর্কিত খবর