বাংলাহান্ট ডেস্ক: ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। তারপরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। এখনও অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে।
এরই মাঝে বিহারের (bihar) ছেলে সুশান্তের তাঁর জন্মস্থান পূর্ণিয়াতে একটি রাস্তা এবং একটি চকের নামকরণ করা হল অভিনেতার নামে।
প্রয়াত সুশান্তকে শ্রদ্ধা জানিয়ে ফোর্ড কোম্পানি চকের নাম বদলে করা হয়েছে সুশান্ত সিং রাজপুত চক। বৃহস্পতিবার সেখানকার মেয়র বোর্ড লাগিয়ে নিয়মানুসারে দুই জায়গার নামকরণ করেন। সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল সেই ভিডিও।
https://twitter.com/PriyaKhushali/status/1281268875355537408?s=19
অপরদিকে ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ বিশেষত বিহারের মানুষেরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তবে ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্টেও সাফ বলা হয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার কারনেই মৃত্যু হয়েছে তাঁর। রিপোর্টে আরও বলা হয়, অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর নখও পরিস্কার ছিল। ভিসেরা রিপোর্টেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
পুলিস এখনও পর্যন্ত ৩৩ জনকে জেরা করেছে তদন্তের বিষয়ে। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য উঠে আসছে। সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেন প্রাক্তন RAW অফিসার এন কে সুদ। তাঁর দাবি বলিউডের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে আন্ডারওয়ার্ল্ডের, যার বলি হতে হয়েছে সুশান্তকে।
সুদের দাবি, দাউদ ইব্রাহিম এখন মুম্বইতে না থাকলেও এখানকার অপরাধ জগত এখনও তাঁরই নিয়ন্ত্রণে রয়েছে। অনেক উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। সুদ দাবি করেন, সুশান্তের খুন কোনও পেশাদারের কাজ। নিখুঁত ভাবে ছক করে খুন করা হয়েছে তাঁকে। গত কয়েক মাসে প্রায় ৫০ বার সিম পরিবর্তন করেন অভিনেতা। সুদ সন্দেহ করছেন, তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়া হত। এই কারনেই সিম বদলেছিলেন সুশান্ত।