শিক্ষকদের জন্য দারুণ খবর, বড় ঘোষণার পথে রাজ্য সরকার! তবে রয়েছে একটি দুশ্চিন্তা

বাংলাহান্ট ডেস্ক : বিহার রাজ্যে চুক্তিভিত্তিক কয়েক হাজার শিক্ষককে রাজ্য সরকারের স্থায়ী কর্মী হিসেবে পুনর্বহাল করতে চলেছে। বিপিএসসির মাধ্যমে দুই ধাপে পঞ্চায়েত শিক্ষকদের পুনর্বহাল করা হবে। তারই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই শেষ হয়েছে বিহারের বাঁকা জেলায় পুনর্বহালের কাজ।

ফলে ঐজেলায় প্রায় সাড়ে চার হাজার নতুন শিক্ষক নিযুক্ত হয়েছেন। যাদের নিয়োগ করা হয়েছে ঐ সমস্ত শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা করে রাজ্য সরকারি কর্মচারী করবে বলে জানা গিয়েছে। তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বর্তমানে ঐ সমস্ত চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভাগ।

আরোও পড়ুন : এপ্রিলে মিলবে অতিরিক্ত রেশন, অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা! কারা পাবেন? জানুন

এই পরীক্ষায় যারা অংশ নিয়ে ছিলেন অর্থাৎ বাঁকা জেলার পাঁচ হাজার শিক্ষক পাস করেছেন। এর মধ্যে চার হাজার শিক্ষক তাদের প্রথম পছন্দের জেলা বাঁকা জেলাকেই পেয়েছেন। কেউ কেউ আবার বাঁকা জেলাকে তাদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবেও পেয়েছেন। বর্তমানে এই সমস্ত শিক্ষকের সনদ যাচাই শুরু করছে শিক্ষা বিভাগ।

আরোও পড়ুন : আর মাত্র কয়েক দিন! এই মাস থেকেই চলবে দেশের প্রথম বন্দে মেট্রো, বড় তথ্য দিল রেল

বিভাগীয় পর্যায়েও এর প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। জেলায় সব ধরনের শিক্ষকের শূন্য পদ পূরণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে, ডিপিও সংস্থাপন কার্যালয় থেকে সব বিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা চাওয়া হচ্ছে বিপিএসসির নিযুক্ত শিক্ষকের জন্য। তবে বিপিএসসির মাধ্যমে যেখানে চুক্তিভিত্তিক শিক্ষকরা স্থায়ী সরকারি কর্মী হবেন, সেখানেই তাঁরা আশঙ্কায় ভুগছেন।

teachers

কারণ, বাড়ি থেকে ৫০ বা ১০০ কিলোমিটার দূরের কোনও স্কুলে তাঁদের পোষ্টিং হতে পারে বলে। তাই এখন ঐ সমস্ত শিক্ষকেরা চাইছেন, তাঁদের আগের স্কুলের ১০ কিলোমিটারের মধ্যেই কোনও স্কুলে যেন তাদের নিয়োগ করা হয়। এখন আসল দেখার বিষয় হল শিক্ষা বিভাগ এই ব্যাপারে কি পদক্ষেপ নেয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর