বিজয়া দশমীর দিন অবশ্যই করুন এই কাজগুলি, ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা, জীবনে আসবে শান্তি

বাংলা হান্ট ডেস্ক: গোটা একটা বছর মায়ের অপেক্ষায় বসে থাকেন সকলে। কিন্তু, এতদিনের অপেক্ষা যেন নিমেষেই শেষ হয়ে যায়। কখন পঞ্চমী শুরু হয় আর কখন দশমী (Bijaya Dashami) চলে আসে টেরই পাওয়া যায় না। আর দশমী আসা মানেই বাঙালীদের মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। মা চলে যাবেন মানে সমস্ত আড়ম্বর, সমস্ত রোশনাই সবকিছুই ফিকে। আবার সেই গোটা একটা বছরের অপেক্ষা। কিন্তু এবার দশমীতে মন খারাপ না করে করুন এই বিশেষ কাজগুলি। মা দুর্গা শ্বশুরবাড়ি যাওয়ার আগে আপনাকে দু’হাত খুলে দিয়ে যাবেন আশীর্বাদ।

বিজয়া দশমীর (Bijaya Dashami) দিন করুন এই কাজগুলি:

চলতি বছরে দশমী (Bijaya Dashami) পড়েছে রবিবার অর্থাৎ ১৩ অক্টোবর। পঞ্জিকা অনুসারে, আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতেই পালিত হয় বিজয়া দশমী উৎসব। এই দিন দেবীর বিসর্জনের মাধ্যমেই শেষ হয় দুর্গোৎসব। আর এই বিশেষ দিনে, আপনার ভাগ্য ফেরাতে গেলে মেনে চলুন বিশেষ কিছু প্রতিকার। এতে করে আপনার ভাগ্য ফিরবে। সেইসাথে চাকরি থেকে ব্যবসা, সংসার সবেতেই চোখ ধাঁধান উন্নতি।

দশমীর (Bijaya Dashami) দিন কি কি প্রতিকার করবেন দেখে নিন একে একে:

প্রথম প্রতিকারটি হচ্ছে, দশমীর (Bijaya Dashami) দিন মা দুর্গার সাথে সাথে শ্রী রামের পুজো করুন। আসলে আশ্বিন মাসেই রামের হাত ধরে দেবী দুর্গার পুজো শুরু হয়েছিল। তাই এই বিশেষ দিনে প্রভু রামের পুজো করতে পারলে আপনার জীবনে সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে। এমনকি রামের পুজো করার পাশাপাশি এদিন যেকোনও একটি সাদা কাগজে ৮ বার দেবী দুর্গার নাম লিখুন। এতে সারা বছর আপনার আর্থিক লাভ হতে থাকবে। এমনকি, জীবনের সুখ সমৃদ্ধিও থাকবে ভরে।

Bijaya Dashami Rituals.

দ্বিতীয় প্রতিকারটি হচ্ছে, দশমীর (Bijaya Dashami) দিন সাতটি লবঙ্গ, সাতটি কর্পূর, পাঁচটি তেজপাতা পুড়িয়ে ফেলুন। তবে এগুলি কিন্তু ঘরের কোণায় পোড়াবেন। আর পোড়ানোর সময় যেন আপনাকে কেউ না দেখতে পায়। এই জিনিসগুলি পোড়ানোর পর যে ধোঁয়া বের হবে, তা আপনার ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে দিন। এর ফলে সংসারে অশুভ প্রভাব কেটে যাবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মায়ের আগমন! সিঙ্গাপুরে মহা সমারোহে চলছে পুজো, কি জানালেন প্রবাসীরা?

তৃতীয় প্রতিকারটি হচ্ছে, দশমীর (Bijaya Dashami) দিন সব থেকে ভালো হয় যদি তুলসী গাছ লাগাতে পারেন। বাড়িতে তুলসী গাছ লাগালে বাড়ির পরিবেশ থাকবে সুন্দর। সেইসাথে দেবী তুলসীর আশীর্বাদে কেটে যায় সংসারের সমস্ত অশুভ শক্তি।

আরও পড়ুন: খেল খতম! ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে বাদ পড়ল পাকিস্তান

চতুর্থ প্রতিকারটি হচ্ছে, দশমীর (Bijaya Dashami) দিন হনুমানজি কিংবা বড় ঠাকুরের পুজো করুন। শনির কৃপায় আপনার সংসার থেকে সমস্ত কুনজর কেটে যাবে। সেইসাথে, শনির সাড়েসাতি কিংবা ধাইয়ার মতো প্রভাবও কেটে যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর