লটারি পেয়েই নিরুদ্দেশ হয়েছিলেন, বছর তিন পর নতুন রূপে ফিরছেন ‘রানু’ বিজয়লক্ষ্মী

বাংলাহান্ট ডেস্ক: নায়িকা মানেই হতে হবে ছিপছিপে, তন্বী। অবাঞ্ছিত মেদ থাকা চলবেই না। এই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ‍্যায় (Bijaylakshmi Chatterjee)। কাট কাট নিখুঁত মুখের বদলে গোলগাল মুখে বিজয়লক্ষ্মী যেন সত‍্যিই মা লক্ষ্মী। পরপ‍র তিনটি সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। কিন্তু ‘রানু পেল লটারি’র পর আর দেখা যায়নি তাঁকে।

২০১৯ এ শেষ সম্প্রচার হয়েছিল রানু পেল লটারির। তারপর থেকে আর ক‍্যামেরার সামনে দেখা যায়নি বিজয়লক্ষ্মীকে। কিছুদিন আগে জি বাংলার ‘রান্নাঘর’ আর ‘দিদি নাম্বার ওয়ান’এ দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ওটুকু দেখে মন ভরেনি অনুরাগীদের। অবশেষে পাকাপাকি ভাবে ক‍্যামেরার সামনে ফিরতে চলেছেন বিজয়লক্ষ্মী।

Bijaylakshmi

হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘হ‍্যালো’র চতুর্থ সিজনে অভিনয় করতে চলেছেন তিনি। সিরিয়ালের মতোই ইতিবাচক চরিত্রেই তাঁকে দেখা যাবে বলে জানান বিজয়লক্ষ্মী। তবে নিজের চরিত্রের ব‍্যাপারে খুব বেশি কিছু জানাতে চাননি তিনি। হ‍্যালো সিরিজের প্রথম সিজন থেকেই অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার, রাইমা সেনরা। তবে চতুর্থ সিজনে নতুন অভিনেতা অভিনেত্রীরা আসবেন বলে জানা যাচ্ছে।

বিজয়লক্ষ্মী সহ সিরিজে অভিনয় করবেন সৌরভ চক্রবর্তী, পায়েল সরকার, ইশা সাহা এবং লাবণী সরকার। সিরিজের ডাবিংও শেষ হয়ে গিয়েছে বলে খবর। তবে হইচই ওয়েব প্ল‍্যাটফর্মে কবে থেকে হ‍্যালোর চতুর্থ সিজন দেখা যাবে তা জানা যায়নি এখনো।

প্রসঙ্গত, রানু পেল লটারির আগেও বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন বিজয়লক্ষ্মী। সংসার সুখের হয় রমণীর গুণে, দ্বিরাগমণের মতো সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অনেক কম বয়সে অভিনয়ে পা রেখেছিলেন বিজয়লক্ষ্মী। তাঁর অভিনীত সিরিয়ালগুলি বেশ জনপ্রিয়ও হয়েছিল।

অভিনেত্রীর ডিগ্ল‍্যাম লুকে অচিরেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। কিন্তু কোনো কারণে রানু পেল লটারির পর আর তাঁকে সিরিয়ালে দেখা যায়নি। তবে সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বিজয়লক্ষ্মী।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর