নিয়োগ কাণ্ডে ধৃত তাপসের ডায়েরিতে বহু নাম! বীজেশ মণ্ডলকে ধরতে তৎপর গোয়েন্দারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই উদ্ধার হয়েছে নিয়োগ দুর্নীতি মামলা ধৃত তাপস মন্ডলের (Tapas Mondal) একটি ডায়েরি। এই ডায়রির পাতায় পাতায় রয়েছে কোটি কোটি টাকা লেনদেনের হিসাব। বিভিন্ন জায়গার নাম উল্লেখ রয়েছে এই ডায়েরিতে। এছাড়াও বিভিন্ন ব্যক্তির নাম লেখা রয়েছে গোটা গোটা অক্ষরে। তদন্তকারীদের নজর কেড়েছে সেখানে লেখা কুন্তল ঘোষ, গোপাল দা, সৌমেন পাল, এ রায় বর্মন, এ মাইতি ছাড়াও আরও একটি নাম। সেটি হল বীজেশ মণ্ডল।

অন্যদিকে ধৃত তাপস মন্ডলের ছেলের নামও বীজেশ। পেশায় স্কুল শিক্ষক তিনি। ইডির (Enforcement Directorate) একটি সূত্র দাবি করেছে, তাপসের ডায়েরিতে যে বীজেশের উল্লেখ রয়েছে সেটি তারই ছেলে। যদিও সরকারিভাবে কখনই এই ব্যাপারে কিছু জানানো হয়নি ইডির তরফ থেকে। গত অক্টোবরে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারের পরেই উঠে আসে বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি তাপস মন্ডল এর নাম।

এরপর তদন্তকারীরা বহুবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই তাপস মণ্ডলের ডায়েরির একটি পাতায় প্রাইমারি ‘হেডলাইন ‘ এন্ট্রিতে লেখা রয়েছে বীজেশ মণ্ডল নামটি। সংবাদ মাধ্যমের হাতে আসা সেই পাতার একেবারে শুরুতেই লেখা, “পে টু কুন্তল ঘোষ ফর প্রাইমারি।” সাথে উল্লেখ রয়েছে ২০১৮ সালের দুটি তারিখ আর টাকার অংকের। সূত্রের খবর এই লেখাগুলির অর্থ নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছেছে কুন্তলের কাছে। অন্যদিকে তাপস প্রথম থেকেই দাবি করে এসেছেন কুন্তলই তার কাছ থেকে সই করে টাকা নিয়েছেন।

ed

ডায়েরির ওই পাতায় উল্লেখ রয়েছে ‘নোট’ হিসাবে ২০১৭ সালের ২৫ মে তারিখের। সেখানে লেখা, ‘সিএইচ নং— ০৮১১০৯, পেমেন্ট— ৩ লাখ, বীজেশ মণ্ডলের থেকে’। ইডির আন্দাজ, ওই তারিখে বীজেশ ৩ লাখ টাকা পাঠায় কুন্তলকে। অন্যদিকে, আরও একটি নথিতে বীজেশ নামের উল্লেখ দেখা যাচ্ছে ২০১৭ সালের ২৫ মে তারিখের পাশে। বীজেশ নামের পাশে লেখা ‘এনইএফটি ব্যাঙ্ক’। পাশে টাকার অঙ্কের জায়গায় লেখা রয়েছে, ‘১২ লাখ’।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X