কয়াল পাচারকাণ্ডে তৎপর হল ইডি, দিল্লী থেকে গ্রেফতার প্রভাবশালী তৃণমূল নেতার ভাই

বাংলা হান্ট ডেস্কঃ কয়লাপাচার কাণ্ডে বড় ধরপাকড়। হুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করল ইডি। দিল্লী থেকে বিকাশকে গ্রেফতার করা হয়েছে। ৬ দিনের হেফাজতে রাখা হবে বিকাশ মিশ্রকে। তবে বিকাশের দাদা বিনয় মিশ্র এখনও পলাতক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে হন্যে হয়ে খুঁজছে ইডি আর সিবিআই। এমনকি ইন্টারপোলের সাহায্যে বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি করা হয়েছে।

বিকাশ আর বিনয় মিশ্র গরু ও কয়লা পাচারকাণ্ডে বড় ভূমিকা পালন করেছিল। বিনয় মিশ্র এতটাই প্রভাবশালী ছিল যে, ডায়মন্ড হারবার পুলিশের দুজন কনস্টেবল তাঁর নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করত।

কয়লা আর গরু পাচারের টাকা বিদেশে বেআইনি ভাবে পাঠানোর সুত্র পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সেই সুত্রেই কিছুদিন আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছিল সিবিআই। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে বলে সুত্র পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

mamata rujira

আর এরপর অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুর পবন অরোরা আর স্বামী অঙ্কুশ অরোরাকে সোমবার সাত ঘণ্টা জেরা করে কেন্দ্রীয় সংস্থা। এরপরেও তাঁদের জেরায় ডাকা হলে বলে জানা গিয়েছে।

আরেকদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপর হওয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলে, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা আর আমলাদেরও হেনস্থা করা হচ্ছে। এজেন্সির ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে মোদী, অমিত শাহরা।


Koushik Dutta

সম্পর্কিত খবর