মমতার নির্দেশে চাকরিচ্যুতরা কাজ চালিয়ে গেলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব! হুঁশিয়ারি বিকাশের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ SSC ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। নিয়োগ দুর্নীতির (SSC Scam) জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)। সর্বোচ্চ আদালতের নির্দেশে এ রাজ্যের ২৫ হাজার ৫৭২ জন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরিহারা হয়েছে। যদিও ইতিমধ্যেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সকলে নিজেরদের মত স্বেচ্ছাসেবক হয়ে স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন। এই নিয়েই এবার পাল্টা আসরে নামলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।

এসএসসি নিয়ে কি বললেন বিকাশরঞ্জন? SSC Scam

মমতার কথা মত আদালতের নির্দেশের পরেও চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের কাজ চালিয়ে গেলে এবার সুপ্রিম কোর্টে আদালত অপরাধমূলক অবমাননার অভিযোগ আনবেন বলে স্পষ্ট করেছেন বিকাশরঞ্জন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশবাবু বলেন, ‘সুপ্রিম কোর্ট ২০১৬ সালের SSC গোটা নিয়োগপ্রক্রিয়া খারিজ করে প্রত্যেককে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিকল্প পথ হিসাবে ওই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেককে ফের পরীক্ষায় বসার সুযোগের কথা জানিয়েছে।’

তিনি বলেন, ‘রাজ্য সরকার যদি আদালতের সেই নির্দেশ না মেনে ঘুরপথে চাকরিচ্যুতদের কাজ চালিয়ে দেওয়ার সুযোগ দেয় তাহলে তা আদালত অবমাননার সামিল হবে। আমি মুখ্যমন্ত্রীসহ প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক আদালত অবমাননার অভিযোগ দায়ের করব।’

আরও পড়ুন: গরমের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলা ভিজবে? আজকের আবহাওয়ার খবর

পাশাপাশি চাকরিহারাদের পরামর্শ দিয়ে আইনজীবী বলেন, ‘আপনারা মুখ্যমন্ত্রীর কথায় স্কুলে যাবেন না। তাহলে আপনারাও আদালত অবমাননায় অভিযুক্ত হবেন।’ বিকাশবাবুর পরামর্শ, ‘আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার যাতে ফের নিয়োগপ্রক্রিয়া শুরু করে সেব্যাপারে সরকারের ওপর চাপ তৈরি করুন। সেই নিয়োগপ্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেদিকে আপনারা নজর রাখুন।’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X