বাংলা হান্ট ডেস্কঃ বহুদিনের অপেক্ষা। অবশেষে কিছুটা স্বস্তি পেলেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees)। রাজ্যকে চার সপ্তাহের ডেডলাইন দিয়ে বকেয়া ডিএ’র (Dearness Allowance) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যা রাজ্য সরকারের জন্য নিঃসন্দেহে বড়সড় আর্থিক ধাক্কা।
কী প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের? Bikash Ranjan Bhattacharya
আদালতের রায় নিয়ে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘সুপ্রিম কোর্ট ৫০ শতাংশ ডিএ দিতে বলেছিল। রাজ্যের আইনজীবী জানান, এই পরিমাণ ডিএ দিতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। অনেক দিন আগেই অবশ্য এই সরকারের কোমর ভেঙে গিয়েছে। তবে অন্তত ২৫ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশে। কর্মচারীরা এত দিন ঘুরছিলেন। আশার কথা, এই রায়ের পর সামান্য কিছু হলেও নিজেদের অধিকারের স্বীকৃতি পেলেন।’’
সুপ্রিম নির্দেশের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘সরকারি কর্মচারীদের যে মহার্ঘভাতা প্রাপ্য, সেটা রাজ্য সরকার এত দিন অস্বীকার করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে, এটা আমাদের প্রাপ্যই।” পুরো বকেয়া ডিএ মিলবে বলে আশাবাদী তিনি।
কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ-র (DA) দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এবার জয় মিলল। এর আগে মোট ১৮ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে প্রথমেই বিচারপতি বলেন,
‘দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে। এবার ৫০ শতাংশ ডিএ মিডিয়ে দিন।’
আরও পড়ুন: ফের শিরোনামে নিয়োগ দুর্নীতি! শূন্যপদের দ্বিগুণের বেশি নিয়োগ! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
বিচারপতি বলেন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ৫০ শতাংশ রাজ্য দিয়ে দিক। আদালতের পর্যবেক্ষণ, মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। যদিও তার তীব্র বিরোধিতা করে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এটা বিপুল অঙ্কের টাকা। এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিতে হলে বিরাট সমস্যা হবে। রাজ্যের কোমর ভেঙে যাবে।
সিংভির দাবি, মহার্ঘভাতা কোনও সাংবিধানিক অধিকার নয়। সুতরাং এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ রাজ্যের পক্ষে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আদালত বলে, “ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় ঠিকই। কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়াটাও কোনও কাজের কথা নয়।”
ভিডিও দেখুন: https://youtu.be/InFRUwy-aBo?si=5eVmuV4mGMpZDcHi
আদালতের নির্দেশ, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে। বিচারপতি কারোল রাজ্যেকে বলেন, এরা আপনাদেরই কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ায় কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অগাস্ট মাসে চূড়ান্ত শুনানি হবে।