বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি। এ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক তৃণমূল নেতৃত্বের নাম জড়ানোয় স্বাভাবিকভাবে জেরবার শাসক দল। এর মাঝেই আবার দুর্নীতি প্রসঙ্গে সিপিএমের (CPIM) দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল (Trinamool Congress)। আক্রমণের সেই ঝাঁঝ আরো বাড়িয়ে গতকাল একুশে জুলাই সমাবেশ থেকে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) তুলেধনা করে ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তবে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা দিলেন বিকাশরঞ্জনবাবু। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে তাঁর দাবি, “হয় ১৫ দিনের মধ্যে প্রমাণ করুন, নয়তো পাগলা গারদে যান।”
গতকাল শহীদ সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “সিপিএমের সময় ১০ লাখ, এমনকি ১৫ লাখ টাকাতেও একটি চাকরি বিক্রি করা হয়েছে। এই প্রসঙ্গে অনেকেই বক্তব্য পেশ করেছেন। বর্তমানে আমাদের প্রায় ১৭ হাজারের কাছাকাছি পদ তৈরি করা রয়েছে। কিন্তু আদালতে মামলা চলার কারণে শিক্ষকদের নিয়োগ করা সম্ভব হয়ে উঠছে না।” এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করেন।
এদিন সেই কটাক্ষের জবাবে বাম নেতা বলেন, “মুখ্যমন্ত্রীর কথার কোনরকম সত্যতা নেই, তাই এই প্রসঙ্গে আমি মানহানির মামলা করব না। উনি পাগল হয়ে গিয়েছেন বলেই এরকম মন্তব্য করে চলেছেন। চাকরি দেওয়ার জন্য ওরা টাকা নিয়েছিল, কিন্তু এবার চাকরি চলে যাওয়ার কারণে তা ফেরত দিতে হবে। আর সে কথা ভেবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে চলেছেন।”
এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বাম নেতা বলেন, “১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পারলে করুক, না হলে পাগলা গারদে যান।” পরবর্তীতে দুর্নীতি প্রসঙ্গে তাঁর মন্তব্য, “বর্তমানে বাংলায় গরিব মানুষের কাছ থেকে অসংখ্য টাকা লুঠ করা হয়েছে। সেই টাকা কি করে বের করতে হয়, তা আমার জানা আছে। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হচ্ছে, পারলে তা প্রমাণ করে দেখাক।”