RSS সংস্কৃতি ভারতের হার মেনে নিতে পারছে না, তাঁদের কাছে এটা হিন্দুত্বের পরাজয়! ফের বিস্ফোরক বিকাশ

বাংলাহান্ট ডেস্কঃ ‘অষ্টমীর দিন কেন মাইকে মন্ত্র উচ্চারিত হবে?’ এমন মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠেছিলেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (bikashranjan bhattacharya)। আর এবার ভারত পাকিস্তান T20 World Cup-এ ভারতের হার প্রসঙ্গে rss কে আক্রমণ করলেন এই বর্ষীয়ান সিপিএম নেতা।

স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘তাহলে প্রমাণ হল, খেলাটা নিছক খেলা নয়। খেলার পিছনে ও মৌলবাদী রাজনীতি ও মুনাফার অর্থনীতি যুক্ত। পাকিস্তান খেলার মাঠে ভাল খেলে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে। ইতিপূর্বে, ভারতীয় দলও বহুবার জিতেছে। খেলার মাধ্যমে পারষ্পরিক বোঝাপড়া ও দলগত সংহতির আদর্শ গড়ে ওঠে। যাকে বলা হয়, স্পোর্টস ম্যান স্পিরিট। পছন্দের দল হেরে গেলেও যারা ভাল খেলল তাদের অভিনন্দন জানানো টাই খেলোয়াড়ী সংস্কৃতি। বিরাট কোহলি, মাঠে সেই দৃষ্টান্তই রেখেছেন। আরএস এস সংস্কৃতি এটা মেনে নিতে পারেনা। ওদের চিন্তা ভাবনা মধ্যযুগীয়। ভারতীয় দলের পরাজয় ওদের কাছে হিন্দুত্বের পরাজয়! তাই পরিকল্পিত ভাবে মহম্মদ শামী কে আক্রমণ’।

https://www.facebook.com/OfficialBikashranjan/posts/397500505417499

তিনি আরও লেখেন, ‘পাকিস্তান দলের জয়ে, তাদের উন্নত পারফরমেন্সে যারা উল্লসিত তাদের উপর চলছে নিরন্তর অসভ্য আক্রমণ। কাশ্মীরি ছাত্রদের উপর রাষ্ট্রীয় আক্রমণ। পুলিশ প্রশাসন ইউএপিএ আইন প্রয়োগ করছে। স্বাধীন মত প্রকাশ ও ”দেশদ্রোহিতা”!! আগামীকাল হয়ত বলবে ভারতীয় সংবিধান ও দেশদ্রোহী। দেশের প্রধাণ মন্ত্রী নীরব। ”বিবিধের মাঝে মিলন মহান” এর আদর্শকে এরা মানতে পারছে না। দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে বিভাজনের সঙ্কীর্ণ নীতির বিরুদ্ধে পথে নামতেই হবে। পথেই হবে পথ চেনা’।

অন্যদিকে আবার ভারতের হারের বিষয়ে বিজেপিকে আক্রমণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (madan mitra)। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভীষণই দুর্ভাগ্যের বিষয়। আসলে ত্রিপুরা, গোয়ার থেকে পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, ওরা সেটা ভুলে গেছে। আর যতদিন যাচ্ছে, ওরা এটা আরও ভুলে যাচ্ছে যে, যারা একটা পাকিস্তানকে ক্রিকেট খেলায় হারানোর মত মানসিকতা প্রেয়ারদের দিতে পারে না, তাঁরা লড়বে কি করে? পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। তবে আমরা জিতছি, আমরা আসছি’।

Smita Hari

সম্পর্কিত খবর