সৌতিক চক্রবর্তী,সিউড়ি,বীরভূমঃ বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। আহত অবস্থায় তাঁকে রাতেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল কলকাতায় বিজেপির একটি সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল। বাড়ি ফেরার সময় তিনি সাঁইথিয়া স্টেশনে নামেন। ও সেখান থেকে বাইকে করে নিজের বাড়ি কোটাশুরে ফিরছিলেন। সেইসময় পুকুরপাড় সংলগ্ন এলাকায় ওনার বাইকের সঙ্গে ট্রাকের সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। স্থানীয়দের স্বচেষ্টায় তড়িঘড়ি দুধকুমার বাবুকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতলে ভর্তি করা হয়। রাতেই ওনাকে দেখতে বিভিন্ন জেলার বিজেপির নেতা কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দুধকুমার বাবুকে কোন বড় হাসপাতালে নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন বিজেপির নেতা কর্মীরা।
হাসপাতালের চিকিৎসকেরা জানান,‘দুধকুমার বাবুর পায়ে, বুকের কলারবনে আঘাত রয়ে রয়েছে।’
কিন্তু এটা কী সত্যিই দূর্ঘটনা? নাকি এর পিছনে রয়েছে কোন গভীর চক্রান্ত? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।