বাইক আরোহীরা সাবধান! হাজার হাজার জনের বাতিল হয়েছে লাইসেন্স, ভুলেও করবেন না এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা কমাতে সর্বত্রই প্রশাসনের বাড়তি সতর্কতা পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাইক আরোহীদের প্রতি। রাস্তায় বাইক নিয়ে বেরোনোর সময়ে উপযুক্ত নির্দেশ না মানলে কিংবা প্ৰয়োজনীয় নথি না দেখাতে পারলেই করা হচ্ছে জরিমানা। তবে, এবার আপনিও যদি বাইক নিয়ে যাতায়াত করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হযে চলেছে। কারণ, এখন একটি ভুল আপনার ড্রাইভিং লাইসেন্স (Driving License) বাতিলের কারণও হতে পারে।

এর পাশাপাশি দিতে হবে জরিমানাও। মূলত, ওড়িশায় গত দু’সপ্তাহ ধরে একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে ওই সময়ে ১২ হাজারেরও বেশি ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং ৬০ লক্ষ টাকার বেশি জরিমানাও আদায় করা হয়েছে।

স্টেট ট্রান্সপোর্ট অথরিটির (STA) আধিকারিকরা গত ১৬ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত জাতীয় ও রাজ্য মহাসড়কে হেলমেটবিহীন বাইক আরোহীদের জন্য মোট ২৪,৪৭৪ টি ই-চালান জারি করেছেন। এই প্রসঙ্গে একজন আধিকারিক জানিয়েছেন যে, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য মোট ৮৮৮ টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

আধিকারিকদের মতে, হেলমেট ছাড়া বাইক চালানোর বিষয়টিই রাজ্যে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। গত বছর প্রায় ১,৩০৮ জন বাইক চালক ও আরোহী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁদের মধ্যে বেশিরভাগজনেরই মাথায় হেলমেট ছিল না। এই প্রসঙ্গে STA একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে যে “STA-এর দলটি জরিমানা বাবদ মোট ৬৩.৯৮ লক্ষ টাকা সংগ্রহ করেছে এবং হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য ১২,৫৪৫ টি লাইসেন্স স্থগিত করা হয়েছে।”

E challan hyderabad feature image

জানিয়ে রাখি যে, ড্রাইভিং লাইসেন্স হল এমনই একটি নথি যা প্রথমে চাওয়া হয় বাইক আরোহীদের কাছ থেকে। এমতাবস্থায়, আপনার কাছে লাইসেন্স না থাকলে নিশ্চিতভাবে চালানের সম্মুখীন হতে হবে আপনাকে। এছাড়াও, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য দিল্লিতে ৫,০০০ টাকার চালান রয়েছে। তবে, বাইক আরোহীদের জন্য নিজেদের নিরাপত্তার লক্ষ্যে হেলমেট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর