বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে শহর কলকাতার বেশ কয়েকটি বড় উড়ালপুলে (Flyover) বাইক দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে চিংড়িঘাটা থেকে সল্টলেক ঢোকার উড়ালপুলে একটি দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান বাইকচালক। তার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি মা উড়ালপুলে বাইক দুর্ঘটনার খবর সামনে আসে। এই আবহে জানা যাচ্ছে, বড় সিদ্ধান্ত নিতে চলেছে লালবাজার (Lalbazar)।
ফ্লাইওভারে বাইক চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের (Lalbazar)?
একটু রাত হয়ে গেলে অনেকেই দ্রুত বাড়ি ফিরতে উড়ালপুল দিয়ে যাতায়াত করেন। তবে এবার সাম্প্রতিক বাইক দুর্ঘটনাগুলির (Bike Accident) দিকে নজর রেখে কলকাতার বড় ফ্লাইওভারগুলিতে বাইক চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে লালবাজার। এবার থেকে বেশি রাতে উড়ালপুল দিয়ে বাড়ি ফেরার থাকলে একটু আগে বেরোতে হবে। কারণ বাইক চলাচলের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে।
লালবাজার (Lalbazar) সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবার থেকে শহরের প্রত্যেকটি বড় ফ্লাইওভারে রাতে ৯ ঘণ্টা করে বাইক চলাচল বন্ধ রাখা হবে। এতদিন অবধি রাতে ৮ ঘণ্টা মোটরবাইক বা স্কুটি চলাচল বন্ধ রাখা হতো। তবে এবার সেই সময়সীমা আরও ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে বলে খবর।
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় খবর! বছর শেষের আবহেই নজিরবিহীন পদক্ষেপের পথে সরকার?
জানা যাচ্ছে, এবার থেকে শহর কলকাতার (Kolkata) বড় উড়ালপুলগুলিতে রাত ১০টা থেকে পরের দিন সকাল ৭টা অবধি কোনও মোটরবাইক অথবা স্কুটি চলাচল করতে পারবে না। মা উড়ালপুল থেকে শুরু করে এজেসি বোস রোড, গার্ডেনরিচ, পার্ক স্ট্রিট, উল্টোডাঙা উড়ালপুলের নাম সেই তালিকায় রয়েছে বলে খবর। জানা যাচ্ছে, শীঘ্রই এই নতুন নিয়ম চালু করার বিজ্ঞপ্তি জারি করা হবে।
এই নতুন নিয়ম প্রসঙ্গে কলকাতা ট্র্যাফিক পুলিশ কর্তারা বলছেন, গভীর এবং ভোররাতে বাইক ও স্কুটি দুর্ঘটনায় লাগাম টানতেই শহরের এই ৫টি বড় উড়ালপুলে বাইক, স্কুটি চলাচলের সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, সকালে উড়ালপুল খোলার পরেই দুর্ঘটনা ঘটেছে। সেই কারণেই সময়সীমা আরও ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।
জানা যাচ্ছে, সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া একাধিক বাইক দুর্ঘটনা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছিল। ট্র্যাফিক পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠকে এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। ট্র্যাফিক পুলিশের এক কর্তা বলেন, রাত ১০টা থেকে সকাল ৭টা অবধি বড় উড়ালপুলগুলিতে তুলনামূলকভাবে গাড়ির চাপ কম থাকে। সেই কারণে বহু বাইক, স্কুটি চালক দ্রুত গতিতে চলাচল করেন। তখনই দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। সেই কারণে লালবাজারের (Lalbazar) তরফ থেকে নতুন নিয়ম আনা হতে চলেছে বলে খবর।