বাংলা হান্ট ডেস্ক: আপনি বিমানে বসলে আপনার জন্য পানীয় হাতে এসে দাঁড়াবে বিকিনি পরিহিতা এক সুন্দরী।এবার এটাই সত্যি হতে চলেছে ভারতে।ভারতে এবার বিমান পরিষেবা চালু করতে চলেছে ভিয়েতজেট। ‘বিকিনি এয়ারলাইনস’ নামেই যাকে বেশি চেনেন সকলে। ৬ ডিসেম্বর থেকে চালু হবে সেই পরিষেবা।
এখনও শুধু রাজধানী দিল্লি থেকেই চাপা যাবে ভিয়েতজেট–এর বিমানে। ভিয়েতনামের হো চি মিন সিটি আর হানয় শহরে যাবে সেগুলো। সময় লাগবে পাঁচ ঘণ্টা। দিল্লি এবং হো চি মিন শহরের মধ্যে বিমান চলাচল করবে চারদিন— সোম, বুধ, শুক্র, রবিবার। দিল্লি এবং হানয়ের মধ্যে বিমান চলাচল করবে তিন দিন— মঙ্গল, বৃহস্পতি, শনিবার।যার টিকিটের দাম শুরু মাত্র ৯ টাকা থেকে।
প্রসঙ্গত ২০০২ সালে মাঝআকাশেই বিমানে ক্যাটওয়াক করেছিলেন সুইমস্যুট পরিহিতা মডেলরা। এজন্য বিমান সংস্থাকে ৫৫ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল। কারণ এতে যাত্রীসুরক্ষায় এসেছিল নানাবিধ সমস্যা। ২০১৮ সালে আবারও বিতর্কে জড়ায় সংস্থা। কিন্তু তার পরেও অনুমতি পাওয়া যায়নি।