‘ভারতের উন্নতি প্রেরণা দেয়”, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বললেন বিল গেটস

বাংলাহান্ট ডেস্ক : আজ ১৫ আগস্ট। ৭৬তম স্বাধীনতা দিবসের (76th Independence Day) উৎসব পালন করছে গোটা দেশ। তিরঙ্গায় সেজেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। গোটা বিশ্ব থেকে আসছে শুভেচ্ছা। এরই মধ্যে নিজের ট্যুইটার হ্যাণ্ডল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) শুভেচ্ছা জানালেন মাইক্রোসফটের (Microsoft) কর্ণধার বিল গেটস (Bill Gates)। তিনি ভারতের ক্রম অগ্রগতি এবং ডিজিটাল ক্ষেত্রে উন্নতির জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীকে।

কী বললেন বিল গেটস? বিল গেটস তাঁর ট্যুইটার হ্যাণ্ডেল থেকে লেখেন, ‘আজ ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। এই কয়েক বছরে অনেক উন্নতি করেছে ভারত। স্বাস্থ্য পরিষেবা এবং ডিজিটাল ক্ষেত্রে অগ্রগতির জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই। সমস্ত ক্ষেত্রেই ভারতের উন্নতি প্রেরণা দেয়। এবং এই যাত্রায় সফরসঙ্গী হওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করি।’

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশ যাত্রী রাজা চারীও ভারতের ৭৬তম স্বাধীন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ট্যুইট করে লেখেন, ‘ভারতের স্বাধীনতার দিনে আমার ভারতীয় জাতির কথাই বার বার মনে পরছে। আমি মহাকাশ যান থেকে দেখতে পাচ্ছি হায়দ্রাবাদে অবস্থিত আমার বাবার বাড়ি কতটা উজ্জ্বল হয়ে উঠেছে। নাসা এমন একটি জায়গা যেখানে ভারতীয় এবং আমেরিকানরা মিলে এমন কিছু করার চেষ্টা করে যাতে মানুষের উপকার হয়। আমেরিকায় ভারতীয় দূতাবাসে স্বাধীনতা দিবসের উৎসবের অপেক্ষায় আছি আমি।’

এর পাশাপাশি ভারতের অবস্থিত সিঙ্গাপুর দূতাবাসের পক্ষ থেকে ট্যুইট করে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। ট্যুইটে লেখা হয়, ‘ভারতকে ৭৬তম স্বাধীনতা দিবসের শুভকামনা। আমাদের প্রীয় দেশ ভারত একাধিক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। আমরা খুশী যে ভারত উন্নতি করছে। ভারত নিজের ক্ষমতাকে বুঝতে পেরেছে। ভারতের এই বিজয়গাথায় সিঙ্গাপুরও ভাগীদার। আমরা এক সঙ্গে উন্নতির শিখরে পৌঁছে যাব।’

ad

Sudipto

সম্পর্কিত খবর