গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়াইয়ে নামলেন বিল গেটস,

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ বেড়ে যাওয়া তাপমাত্রা বিশ্বের এই মুহুর্তে সবচেয়ে বড় সমস্যা। সমীক্ষা জানাচ্ছে এই মুহুর্তে যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে আগামী কয়েক বছরে পৃথিবীর একটা বড় অংশ চলে যাবে জলের তলায়। বহুদিন ধরে বিশ্ব উষ্ণায়ন রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিজ্ঞানী, পরিবেশবিদ, আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার। কিন্তু দ্রুত কার্যকর করা যাবে এমন কোনও পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি।

গতবছর থেকেই বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য উদ্যোগী হয়েছিলেন বিল গেটস। গেটসের অর্থেই পৃথিবীতে এসে পড়া অতিরিক্ত সূর্য রশ্মিকে, বিশেষ প্রযুক্তির সাহায্যে আবার মহাকাশেই ফিরিয়ে দিয়ে, আমাদের পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের গ্রাস থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানীর শুরু করেছিলেন গবেষণা । হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই প্রজেক্ট টির নাম দিয়েছেন Stratospheric Controlled Perturbation Experiment বা SCoPEx.

PicsArt 04 19 06.20.10

কিভাবে কাজ করবে এই SCoPEx

মহাকাশে পাঠানো হবে একটি বিশেষ বেলুন। বেলুনটি ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার ওপরে থাকা বায়ুমণ্ডলে বেলুনটি ক্যালশিয়াম কার্বোনেটের (calcium carbonate) গুঁড়ো স্প্রে করবে বায়ুমন্ডলীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে । এই ক্যালশিয়াম কার্বনেটের গুঁড়ো স্ট্র্যাটোস্ফিয়ারের বেশ কিছুটা এলাকা জুড়ে ছড়িয়ে গিয়ে তৈরি করবে একটা আচ্ছাদন। যে আচ্ছাদনে বাধা পেয়ে সূর্য রশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হবে এবং পৃথিবীতে অতিরিক্ত তাপ পৌঁছাতে পারবে না।

https://www.instagram.com/p/Bykebxhja3e/?igshid=1sek8vzly4zca

https://www.instagram.com/p/BpITa6wjNxl/?igshid=1l7gty1jc0l36

যদিও প্রজেক্টটির সাফল্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, অনেকেই মনে করছেন এই প্রজেক্ট বায়ুমন্ডল এর ওজোন স্তরে বড় ক্ষতি করতে পারে।

 


সম্পর্কিত খবর