আসতে চলেছে বড় লগ্নি? ভারত সফরে এসে মোদীর সাথে সাক্ষাৎ বিল গেটসের, হল AI নিয়ে আলোচনা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র বিশ্বজুড়েই ক্রমশ প্রভাব বিস্তার করছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। প্রায় প্রতিটি ক্ষেত্রেই এটির বহুল ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, আমাদের দেশও (India) এর ব্যতিক্রম নয়। ঠিক এই আবহেই একটি বড় বিষয় সামনে এসেছে। উল্লেখ্য যে, এখন ভারত সফরে এসেছেন মাইক্রোসফটের (Microsoft) সহ প্রতিষ্ঠাতা তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের বিল গেটস (Bill Gates)।

এমতাবস্থায়, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথে সাক্ষাৎ করেছেন। জানা গিয়েছে যে, ওই সাক্ষাতে দু’জনের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে উদ্ভাবন, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য পরিষেবা সহ ভারত থেকে বিশ্ব কি কি শিক্ষা নিতে পারে এই বিষয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন বিল গেটস। তিনি জানিয়েছেন যে, “নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার বিষয়টি সর্বদাই অনুপ্রেরণাদায়ক। আমরা দু’জনে একাধিক বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করেছি।” এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে, “জনকল্যাণের জন্য আমরা AI-এর ব্যবহারের বিষয়ে কথা বলেছি। আলোচনা হয়েছে মহিলাদের নেতৃত্বে উন্নয়ন থেকে শুরু করে কৃষিতে উদ্ভাবন, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তন এবং কিভাবে বিশ্ববাসী ভারত থেকে শিক্ষা নিতে পারে সেই সব বিষয়েও।”

আরও পড়ুন: মমতার ব্রিগেডের জন্য বাতিল ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ! মন খারাপ ফুটবল প্রেমীদের

এদিকে, এই সাক্ষাতের বিষয়টিকে সামগ্রিকভাবে “বিস্ময়কর” হিসেবে বিবেচিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন, “যে বিষয়গুলি আমাদের গ্রহকে আরও ভালো করে তুলবে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের ক্ষমতা বৃদ্ধি করবে, এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করা সবসময়ই আনন্দের বিষয়।” জানিয়ে রাখি যে, মোদীর সাথে সাক্ষাতের আগে, গত বৃহস্পতিবার বিল গেটস বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন।

আরও পড়ুন: পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়রা পান নামমাত্র বেতন, রোহিতদের কাছে পাত্তা পাবেন না বাবরেরা

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার রাতে বর্ষীয়ান এই ধনকুবের পৌঁছেছিলেন ওড়িশায়। এমতাবস্থায়, বুধবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেন। এছাড়াও, রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে ভুবনেশ্বরের একটি বস্তি পরিদর্শন করার পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এদিকে, সম্প্রতি তাঁর একটি ভিডিও তুমুল ভাইরালও হয়। যেখানে বিল গেটসকে নাগপুরের বিখ্যাত ডলি চায়েওয়ালার কাছ থেকে চা উপভোগ করতে দেখা গিয়েছে। তবে, নয়াদিল্লি থেকে তাঁর গন্তব্য হল গুজরাট। ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের আসরে যোগ দেওয়ার জন্য গুজরাটের জামনগরে পাড়ি দেবেন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর