বাংলা হান্ট ডেস্কঃ দেশে (India) করোনা ভাইরাস (Coronavirus) রোখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেওয়া পদক্ষেপ নিয়ে মাইক্রোসফটের (Microsoft) সংস্থাপক বিল গেটস (Bill Gates) ভূয়সী প্রশংসা করেন। বিল গেটস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলেছেন যে, আমি খুব খুশি যে আপনার সরকার করোনাভাইরাসের বিরুদ্ধে নিজেদের অসাধারণ ডিজিটাল ক্ষমতাকে সম্পূর্ণ ভাবে ব্যবহার করছে।
Bill Gates writes to PM Modi: I’m glad your government is fully utilizing its exceptional digital capabilities in its COVID-19 response and has launched the Aarogya Setu digital app for coronavirus tracking, contact tracing, and to connect people to health services.
— ANI (@ANI) April 22, 2020
মাইক্রোসফটের সংস্থাপক নিজের চিঠিতে লেখেন, আমি আপনার নেতৃত্ব এবং আপনার সরকার দ্বারা ওঠানো পদক্ষেপের প্রশংসা করি। আপনার সরকারের নেওয়া পদক্ষেপ করোনার সংক্রমণ রোখার জন্য নানারকম উপায় খুঁজে বের করেছে।
বিল গেটস লেখেন, আপনার সরকার দ্বারা রাষ্ট্রীয় লকডাউনকে আপন করা, কোয়ারেন্টাইন করা, আইসোলেশন করার জন্য হটস্পট গুলোকে সনাক্ত করা, স্বাস্থ প্রণালীর প্রক্রিয়াকে মজবুত করার মোট নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়। এর সাথে সাথে স্বাস্থ ব্যায়ে বৃদ্ধি করে স্বাস্থ প্রণালীকে মজবুত করা, পরীক্ষামূলক পদ্ধতির জন্য ডিজিটাল পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রশংসার যোগ্য।
বিল গেটস প্রধানমন্ত্রী মোদীকে চিঠিতে লেখেন, আমি খুব খুশি যে আপনার সরকার করোনার মোকাবিলার জন্য অসাধারণ ডিজিটাল ক্ষমতার সম্পূর্ণ ভাবে ব্যবহার করছে। উনি লেখেন, আপনার সরকার দ্বারা করোনাভাইরাস ট্র্যাকিং, সম্পর্ক ট্র্যাকিং আর মানুষকে স্বাস্থ সেবার সাথে যুক্ত করার জন্য আরোগ্য সেতু ডিজিটাল অ্যাপ লঞ্চ করা প্রশংসার যোগ্য। মাইক্রোসফটের সংস্থাপক লেখেন, সমস্ত ভারতীয়র জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার সাথে সাথে স্বাস্থ সেবা অনিবার্য করার আপনার কাজ দেখে আমি সত্যিই খুব খুশি।