বাংলাহান্ট ডেস্ক : মার্কিন সেনেটে (US Senate) পাশ হয়ে গেল এক ঐতিহাসিক বিল। সমলিঙ্গের বিয়ে (Same-sex marriage) বা সমকামী বিয়েকে আইনত বৈধতা দিতে তৈরি বিলটি ৬১-৩৬ ভোটাভুটিতে গৃহীত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘ভালবাসা হল ভালবাসাই। ভালবাসার মানুষকে বিয়ে করার অধিকার থাকা উচিত মার্কিন নাগরিকদের।’
তবে বিলটি পাশ করাতে বেশ নাকানিচুবানি খেতে হয়েছে ডেমোক্র্যাটদের। ১০০ সদস্যের সেনেটে ডেমোক্র্যাটদের আসন ৫০। তাই বিল পাশ করাতে রিপাবলিকানদের মধ্যে থেকে অন্তত ১০টি ভোট দরকার ছিল। শেষ পর্যন্ত বিলটির পক্ষে ভোট পড়ে ৬১টি। বিপক্ষে ৩৬। ফলে পাশ হয়ে যায় বিলটি। এবার বিলটি নিম্নকক্ষ অর্থাৎ ‘হাউস অফ রিপ্রেজেন্টিটিভস’-এ যাবে। আশা করা যাচ্ছে, সেখানেও পাশ হয়ে যাবে বিলটি। এরপর সেটি বাইডেনের সইয়ের জন্য পাঠানো হবে।
বিলটি পাশ হওয়ার পরে বাইডেন জানান, ‘আজ সমকামী বিয়ের আইন সংক্রান্ত বিলটি দ্বিদলীয় সেনেটে পাশ হওয়ার মাধ্যমে আমেরিকা একটি মৌলিক সত্যকে পুনরায় নিশ্চিত করতে যাচ্ছে- ভালবাসা হল ভালবাসা। মার্কিনদের তাঁদের ভালোবাসার মানুষকে বিয়ে করার অধিকার থাকা উচিত।’
২০১৫ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিয়ের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু গত জুন মাসে সুপ্রিম কোর্ট গর্ভপাতের অধিকার রক্ষার সিদ্ধান্ত বাতিল করে দেয়। সেই সময় অনেকেই আশঙ্কা করেন, হয়তো সমলৈঙ্গিক বিয়েও এর ফলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এরপরই ডেমোক্র্যাট সরকার এই বিয়েকে রক্ষা করতে এই বর্তমাব বিলটি নিয়ে আসে। এই বিলই সেনেটে পাশ হল মঙ্গলবার।