৪৪০০ কোটি ডলারের চুক্তি বাতিল, টুইটার কিনছেন না ইলন মাস্ক! আদালতের পথে সংস্থা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি টুইটার(Twitter) কেনার কথা ঘোষণা করে গোটা বিশ্বে চাঞ্চল্য ফেলে দেন টেসলা কর্তা ইলন মাস্ক(Elon Musk)। বিশ্বের ধনীতম ব্যক্তির এই সিদ্ধান্ত মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। তবে মাঝের সময়ে বদলেছে চিত্র। দেখা গিয়েছে একাধিক সমস্যা আর সেই কারণেই বর্তমানে টুইটার কেনার চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। টুইটারের সাথে কোন রকম চুক্তির পথে আপাতত হাঁটছেন না টেসলা কর্তা। তবে নেপথ্যে কি এমন ঘটনা ঘটলো, যার জন্য তাঁর এহেন সিদ্ধান্ত?

সূত্রের খবর, সম্প্রতি টুইটারে ভুয়ো একাউন্ট সংখ্যা সম্পর্কে সংস্থার কাছে জানতে চান টেসলা কর্তা। তবে বর্তমানে সেই সম্পর্কিত কোন তথ্য দেওয়া সম্ভব হয়নি আর সেই কারণে চুক্তিটি বাতিল করা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই খবরটি ভাইরাল হওয়ার পরেই বর্তমানে শেয়ার বাজারে ৭ শতাংশ পতন ঘটেছে।

উল্লেখ্য, বর্তমানে টুইটারে বহু সংখ্যক ভুয়ো একাউন্ট রয়েছে। ফলে কোন একাউন্টগুলি রিয়েল আর কোনগুলো স্প্যাম, তা নির্ধারণ করতেই টুইটার সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত সেই হিসেবে করে ওঠা সম্ভব হয়নি। ফলে ৪৪০০ কোটি ডলারের চুক্তি বাতিল করলেন টেসলা কর্তা, ভারতীয় মূল্যের হিসেবে ৩৩ হাজার ৬৭২ কোটি টাকার চুক্তি। স্বাভাবিকভাবেই তাঁর এই সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে টুইটার।

সম্প্রতি, সংস্থার নিকট মালিকানাও গ্রহণ করেন ইলন মাস্ক। তবে বর্তমানে তাঁর এই সিদ্ধান্ত হতচকিত করেছে গোটা বিশ্বকে। এই প্রসঙ্গে এদিন টুইটার বোর্ডের কর্তা ব্রেট টেলর বলেন, “ইলন মাস্কের সঙ্গে টুইটারের চুক্তি করার বিষয়ে আমাদের বেশ কয়েকটি বৈঠক হয়। এক্ষেত্রে আর্থিক দিক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রসঙ্গ পর্যবেক্ষণ করা হয়।” তবে বর্তমানে টেসলা কর্তার চুক্তি বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে তারা। আপাতত এই খবরই মিলছে।

elon mus

এমনকি মাস্কের বিরুদ্ধে আদালতে মামলাও করতে পারে twitter সংস্থা। এদিন টুইটার বোর্ডের তরফ থেকে দাবি করা হয় যে, এভাবে চুক্তির কথা জানিয়ে শেষ মুহূর্তে তা বাতিল করতে পারেন না ইলন মাস্ক। ফলে তাদের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর