আর রইল না প্রথম স্থান! এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির তকমা হারালেন আম্বানি, এই ধনকুবের দিলেন টেক্কা

বাংলা হান্ট ডেস্ক: আর প্রথম স্থান ধরে রাখতে পারলেন না মুকেশ আম্বানি। মোট সম্পদের পরিপ্রেক্ষিতে তাঁকে পেছনে ফেললেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকা (Billionaires List) অনুযায়ী, মোট সম্পদের বিচারে মুকেশ আম্বানিকে হারিয়ে দিয়েছেন হুয়াং। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ হল ১১৯ বিলিয়ন ডলার। যার ফলে তিনি এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন। এতদিন এই শিরোপা ছিল মুকেশ আম্বানির কাছে।

ধনকুবেরদের তালিকায় (Billionaires List) বড় পরিবর্তন:

এনভিডিয়ার সাফল্য: জানিয়ে রাখি যে, গত পাঁচ বছরে হুয়াংয়ের সম্পদ ২,২৮০ শতাংশ বেড়েছে। পাশাপাশি, এনভিডিয়ার ক্ষেত্রে চমৎকার বৃদ্ধির ঘটেছে। বর্তমানে কোম্পানিটি বিশ্বের সবচেয়ে ভ্যালু পাবলিক কোম্পানি হিসেবে তার স্থান শক্ত করেছে। হুয়াং ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকেই তিনি কোম্পানির সিইও ও প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত রয়েছেন।

   

তাঁর নেতৃত্বে, এনভিডিয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন ১৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এটি ৩.৩৩ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই বৃদ্ধি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে কোম্পানির আধিপত্যের কারণে ঘটেছে। এদিকে, কোম্পানির শেয়ারের মূল্যও গত কয়েক মাসে বেড়েছে এবং এর কারণে হুয়াং-এর মোট সম্পদ বেড়েছে ৪ বিলিয়ন ডলারের বেশি।

 Billionaires List Mukesh Ambani lost the title of the richest person in Asia.

এনভিডিয়ার IPO ১৯৯৯ সালে এসেছিল। তারপর থেকে, এই কোম্পানি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPUs) এবং সেই সাথে AI, ডেটা সেন্টার এবং সেল্ফ ড্রাইভিং গাড়ির একটি বিশ্বব্যাপী পাওয়ার হাউসে রূপান্তরিত হয়েছে। সম্প্রতি, কোম্পানিতে একটি স্টক স্প্লিট হয়েছিল। যার পরে শেয়ারের দাম ১২০০ ডলার থেকে ১৩০ ডলারে নেমে আসে। এই কারণে বিনিয়োগকারীদের পক্ষে এতে বিনিয়োগ করা সহজ হয়ে ওঠে।

আরও পড়ুন: শুধু শপিং নয়! ক্রেডিট কার্ড দিয়ে আস্ত গগনচুম্বী ইমারত কিনে ফেললেন এই ব্যক্তি, জানালেন….

ধনকুবেরদের তালিকায় বড় চমক: ২০২৪ সালের শুরুতে ফোর্বসের তরফে হুয়াং-এর মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৭ বিলিয়ন ডলার হিসেবে অনুমান করা হয়েছিল। তবে সম্প্রতি এনভিডিয়ার মার্কেট ক্যাপ বৃদ্ধির পর বিলিয়নেয়ারদের তালিকায় অনেকটাই ওপরে উঠে এসেছেন তিনি পাশাপাশি, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকেও হারিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে জেনসেন হুয়াং ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) রয়েছেন ১১ নম্বর স্থানে।

আরও পড়ুন: ভারতের কয়টি উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে? সামনে এল পরিসংখ্যান, জানলে হয়ে যাবেন “থ”

জেনসেন হুয়াংয়ের সম্পদ বৃদ্ধির পাশাপাশি ভারতীয় ধনকুবের গৌতম আদানির সম্পদও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আদানির সম্পদ শুধুমাত্র ২০২৪ সালে ১৯.৬ বিলিয়ন ডলার বেড়েছে এবং তিনি বর্তমানে ১০৪ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে বিলিয়নেয়ারদের তালিকায় (Billionaires List) ১৫ তম স্থানে রয়েছেন। যেখানে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১৫.৬ বিলিয়ন ডলার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর