পাহাড়ে কমেনি বিমল গুরুংয়ের জনপ্রিয়তা, ভরা সভা থেকেই দিলেন বিজেপিকে উৎখাতের ডাক

বাংলাহান্ট ডেস্কঃ প্রায় সাড়ে ৩ বছর পর শিলিগুড়ির গান্ধী ময়দানে সভা করলেন বিমল গুরুং (Bimal Gurung)। বিন্দুমাত্র কমেনি তাঁর জনপ্রিয়তা। ঐতিহাসিক সাফল্য পেলেন গুরুং। বিজেপির (Bharatiya Janata Party) বিরুদ্ধে কামান দেগে লঙ্কাধিপতি রাবণের পরিণতির কথা স্মরণ করিয়ে দিলেন।

সভায় প্রায় দেড় লক্ষ মানুষের উপস্থিতিই প্রমাণ করে দিল গুরুং আছেন নিজের জায়গাতেই। বিন্দুমাত্র জনপ্রিয়তা কমেনি তাঁর। আবার এই সভা থেকেই পরবর্তী সভার বিষয়ে সরাসরি ঘোষণাও করে দিলেন। জানিয়ে দিলেন পরবর্তী সভা হতে চলেছে ঘরের মাঠ দার্জিলিংয়ে।

hbkjhuguyfh

শুধুমাত্র দার্জিলিং-ই নয়, আসন্ন সময়ে কালিম্পং, তরাই, কার্শিয়ং, মিরিক, ডুয়ার্সেও সভা করতে চলেছেন বলে সরাসরি জানিয়ে দিলেন বিমল গুরুং। সেইসঙ্গে মঞ্চে দাঁড়িয়েই বিজেপির বিরুদ্ধে কামান দেগে বললেন, ‘তোমাদের প্রতিটা ভোট নরেন্দ্র মোদী, রাজু বিস্তা এবং সর্বোপরি বিজেপিকে যোগ্য জবাব দেবে’।

বিজেপিকে আক্রমণ করে গুরুং বলেন, ‘কেন্দ্র একাধিক প্রকল্প নিয়ে দুর্নীতি করেছে। প্রায় সাড়ে চার লক্ষ ভোটে রাজু বিস্তাকে পাহাড় থেকে জেতানোর পরও আমাদের দবি নিয়ে কোন আলোচনা নেই। কিচ্ছু বলছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আমি সর্থন করি। ওনাকে এখানে অধিকাংশ আসনে জিতিয়ে দেব। পলিটিক্যাল সলিউশন উনিই করবেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর