গুটখায় পাওয়া গেলো টিকটিকি মরা, ভাইরাল সোশ্যাল মিডিয়াতে 

 

বাংলা হান্ট ডেস্ক :- গুটখার প্যাকেটে মিললো টিকটিকি মরা।ঘটনাটি অদ্ভুত লাগলেও এই ঘটনা কে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়াতে উঠেছে ঝড়।

 

সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ অমিত সিং নামের এক ব্যক্তি গড়িয়া সংলগ্ন একটি পান সিগারেটের দোকান থেকে একটি গুটখার প্যাকেট কেনেন। প্যাকটটি খোলার সঙ্গে সঙ্গেই ভিতর থেকে মরা টিকটিকি বেড়িয়ে আসে। তিনি সঙ্গে সঙ্গে ওই ফটোটি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার সাথেই সেটি ভীষণ রকম ভাবে ভাইরাল হয়ে পড়ে।

fdcef img 20190503 203443

যদিও এই ঘটনার কোনও সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট, সোশ্যাল মিডিয়া থেকে পাওয় তথ্য ও পোস্টের মাধ্যমে থেকে খবরটি করা হয়েছে। এর দায় ও দায়িত্ব আমাদের না।

সম্পর্কিত খবর