বাংলা হান্ট ডেস্ক: গত নভেম্বরে বিধানসভায় মৎস্য চাষ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় দল ছাড়েন। নভেম্বরে দল ছাড়ার পর থেকে বিধানসভা মুখো হননি তিনি। তাঁর কার্যকলাপে বিরক্ত হয়ে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যোগ দেননি স্ট্যান্ডিং কমিটির কোনও বৈঠকে।
শনিবার বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে ফোন করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, এদিন শোভনকে তৃণমূলে ফেরার আবেদন জানান বিমানবাবু। অভিমান ভুলে দলের কাজে ঝাঁপিয়ে পড়তে বলেন। জবাবে শোভন জানান, কয়েকদিনের মধ্যেই বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করবেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, শোভনকে ফেরাতে একাধিক নেতাকে ময়দানে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকী শোভনের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেছেন পার্থবাবু। কিন্তু প্রতিবারই দলীয় নেতাদের আহ্বান প্রত্যাখ্যান করেছেন শোভন বাবু।