বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ নামের একটি স্বাস্থ্য শিবিরের সূচনা করেছেন। ২০২৫ সালের শুরু থেকেই ডায়মন্ড হারবার জুড়ে সেই ক্যাম্প শুরু হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাহলে কি রাজ্য সরকারের (Government of West Bengal) ‘সমান্তরাল’ কোনও স্বাস্থ্যব্যবস্থা শুরু করতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? এই আবহে এবার ‘সেবাশ্রয়’ নিয়ে মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।
অভিষেকের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ নিয়ে কী বললেন বিমান?
শুক্রবার বারুইপুরে নিজের বিধানসভা অঞ্চলে একটি বেসরকারি ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধনে গিয়েছিলেন স্পিকার বিমান। সেখানে তাঁকে তৃণমূল সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে করেছেন। সরকারের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই’।
অভিষেকের (Abhishek Banerjee) উদ্যোগকে ‘ভালো’ বললেও তার সাফল্য নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না, সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরণের প্রচেষ্টায় চিকিৎসা ব্যবস্থায় কোনও বদল আসবে’। স্পিকার আরও বলেন, ‘সরকারি চিকিৎসা পরিষেবা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনও মানুষ সরকারি চিকিৎসা পরিষেবা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে করবেন, আমার পক্ষে সেটা বলা মুশকিল’।
আরও পড়ুনঃ ‘হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়’! মেয়র ফিরহাদের দাবিতে তোলপাড়
এদিকে ডায়মন্ড হারবারের সাংসদ ‘সেবাশ্রয়’ (Sebaashray) স্বাস্থ্য শিবির শুরু করতেই মাথাচাড়া দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। তাহলে কি সরকারি পরিষেবায় আস্থা নেই তৃণমূল সেনাপতির? নিজের লোকসভা কেন্দ্রে আলাদা স্বাস্থ্য শিবির চালু করেছেন তিনি। এদিকে রাজ্যই তো বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। রাজ্য সরকারের বেশ কয়েকটি স্বাস্থ্য প্রকল্পও রয়েছে। তাহলে কেন ‘সেবাশ্রয়’ চালুর উদ্যোগ? তৃণমূল সাংসদ কি তাহলে ‘সমান্তরাল’ কোনও চিকিৎসা ব্যবস্থা চালু করতে চাইছেন?
যদিও এই বিষয়ে অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট বলেছেন, ‘রাজ্য সরকার যথেষ্ট করেছে। আমি নিজের মতো করে চেষ্টা করছি। একটা গ্রাম পঞ্চায়েতে হয়তো একটা হাসপাতাল রয়েছে, আমি সেখানে চেষ্টা করেছি একটা গ্রাম পঞ্চায়েতে চারটে করে ক্যাম্প করার’। রাজ্যের সঙ্গে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের যে তুলনা চলছে, সেটা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ।