উত্তেজনা প্রশমনে কিছু করলে তা অপরাধ নয়! আন্দোলনকারীকে পুলিসের কামড়’কে সমর্থন স্পিকারের

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক দিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীর হাতে পুলিসকর্মীর (Police) কামড়ে (Bites) দেওয়ার ঘটনায় উত্তাল রাজ্য। এবার এই বিষয় নিয়েই মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)।

শুক্রবার এ নিয়ে বিধানসভার স্পিকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি বিচারাধীন। এ নিয়ে আমি আর কী বলব।’ এরপরেই স্পিকার বলেন, ‘কী প্ররোচনা তৈরি হয়েছিল দেখতে হবে। যদি কাউকে হঠাৎ এমনভাবে উত্তেজিত করে দেওয়া হয়, আর তিনি যদি সেই উত্তেজনা প্রশমনে কোনও কাজ করেন তাহলে তা অপরাধ নয়।’

বুধবার বিকেলে রবীন্দ্র সদনের সামনে জমায়েত করেছিলেন ২০১৪-র টেট পরীক্ষায় নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। সেখানেই পুলিসের সঙ্গে তীব্র সংঘাত বাধে তাঁদের। একটি ভিডিও ফুটেজে দেখা যায় এক মহিলা পুলিসকর্মী ছুটে গিয়ে এক চাকরি প্রার্থীর হাত চেপে মুখটা নিচু করে দিচ্ছেন।

ওই চাকরিপ্রার্থী অরুণিমা পাল অভিযোগ করেন, ওই পুলিস তাঁকে কামড়ে দিয়েছে। দাঁতের দাগ বসে গিয়েছে তাঁর হাতে। পুলিসের এই আচরণ নিয়ে যখন সমালোচনার ঝড় বয়ে যায় বিভিন্ন মহল থেকে। বিধানসভার স্পিকার দুটি বিষয় জানান। ‘এক, দেখতে হবে ওই কাজ করার আগে তাঁকে কতটা প্ররোচিত করা হয়েছিল। এবং দুই, যদি তিনি চূড়ান্ত উত্তেজনা প্রশমনে ওই কাজ করেও থাকেন তাহলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না।’

সেদিন রাতে অরুণিমা-সহ ৩০ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানা। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁদের তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। সেখান থেকেই জামিন পান প্রত্যেকে।


Sudipto

সম্পর্কিত খবর