বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের ভরাডুবির পরই ছুটি নিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (biman basu)। দলের এই ব্যর্থতার সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে এবার পদ ছাড়ছেন বিমান বসু- এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে জায়গা করতে কংগ্রেসের সঙ্গে প্রথমটায় জোট বেঁধেছিল সিপিএম। তারপর মূলত বিমান বসুর তৎপরাতেই ISF -র সঙ্গে জোট বেঁধে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। আবারও বাংলার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখেছিল বামেদের দল।
ব্রিগেডের জনজোয়ার দেখে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছিল বাম শিবির। কিন্তু ২ রা মে ভোট বাক্সের ফলাফলের পর সবকিছু পরিষ্কার হয়ে যায়। মূলত বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যায় বাম কংগ্রেস। নির্বাচনে টক্কর দিয়েও, একটিও আসন দখল করতে পারেনি বাম কংগ্রেসরা। লাভ হয়নি আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করেও।
এই পরিস্থিতিতে দলের সমস্ত ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিয়ে চেয়ারম্যান পদ ছাড়ছেন বিমান বসু- এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তবে দল তাঁর এই আর্জি গ্রহণ করেছে কিনা, তা এখনও অবধি জানা যায়নি।