বাংলা হান্ট- গতকাল হুগলীর চুঁচুড়া বালিকা বানী বিদ্যামন্দির স্কুল ছাত্রীদের স্কুলে নুন ভাত দেওয়াকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সব মহল থেকেই ধিক্কার এবং প্রতিবাদের সুর ভেসে ওঠে এই কর্মকান্ডের জেরে।
গতকাল দুপুরে এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই স্কুলে যান। মিড ডে মিল দেওয়ার সময় তার চোখে ছাত্রীদের শুধুমাত্র নুন ভাত দেওয় হচ্ছে। চ এরপরই বিষয়টি নিয়ে সরব হন সংসদ। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি তোলেন তিনি। আজ ফের সকাল থেকে স্কুল অভিভাবকরা স্কুল গেটের সামনে একটি বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ সামিল হয়েছে বাউল শিল্পী স্বপন দত্ত
তিনিও তার গানের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। অভিযোগ বাউল শিল্পীকে হেনস্থা হতে হয়েছে। এদিকে বেলা বারার সাথে সাথে স্কুলে চলে এলো ডিম ।যদিও শিক্ষীকারা জানের না, কারা স্কুলে ডিম পাঠালো।
এক শিক্ষীকার দাবি অাজও নুন ভাত দেওয়া হবে ছাত্রীদের, না সেটা আর হলো না, সবাকে দেওয়া হলো ডিম ভাত।