প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে লুকিয়ে আছে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র, জানাল সিবিআই

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে কয়লা পাচার কান্ড এবং গরু পাচার কাণ্ড নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূল সরকারকে। কারণ এই দুই কান্ডেই প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রর নাম। কিন্তু তার পর থেকেই বিনয় মিশ্রকে সেভাবে হাতে পায়নি সিবিআই। তাদের মতে, মুম্বাই হয়ে দুবাইতে ফেরার হয়ে গিয়েছিলেন এই অভিযুক্ত ব্যবসায়ী। যদিও ইতিমধ্যেই বাঁকুড়ার আইজি অশোক মিশ্রকে হেফাজতে নিয়েছে সিবিআই। গ্রেপ্তার করা হয়েছে বিনয়ের ভাই বিকাশকেও। সহকারি অনুপ মাঝি বা লালাকেও বার সাতেক জেরা করেছে সিবিআই।

কিন্তু বিনয় মিশ্র সিবিআইয়ের হাতে আসেনি। যদিও সিবিআই আধিকারিকদের অনুমান, তার হাত দিয়েই কয়লা কান্ড এবং গরু পাচার কান্ডের টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের হাতে। কিন্তু নাম আসার পর থেকেই এদেশ ওদেশ পালিয়ে বেড়াচ্ছেন বিনয়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে লুক আউট এবং রেড কর্নার নোটিশ জারি করেছে সিবিআই। গোয়েন্দাদের মতে আগে দুবাইতে থাকলেও এখন প্রশান্তমহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গা ঢাকা দিয়েছেন এই পলাতক ব্যবসায়ী। সিবিআই জানতে পেরেছে দুবাইয়ের ভারতীয় দূতাবাসে ভানুয়াতু-র নাগরিকত্ব নেওয়ার জন্য ভারতীয় পাসপোর্ট জমা দিয়েছেন তিনি।

বিভিন্ন অভিযোগের সাথে যুক্ত হবার পর, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই প্রথমবার নয়। এর আগেও বিভিন্ন তছরূপের সঙ্গে যুক্ত অভিযুক্তরা পালিয়ে গিয়েছেন অন্য দেশে। সেখানে নাগরিকত্ব ভোগ করছেন তারা। যার জেরে আপাতত তাদের নিয়ে অন্য রাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলছে সরকারের। এদের মধ্যে রয়েছেন বিজয় মাল্য, নিরব মোদী, মেহুল চোকসির মত আরো অনেকেই। একই পথ অবলম্বন করলেন বিনয়ও।

জানা গিয়েছে, ইতিমধ্যে ভানুয়াতু সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালাচ্ছে সিবিআই। তবে তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি থাকায় যেকোনো বিমানবন্দর গেলেই তার সম্পর্কে তথ্য পাওয়া যাবে, এমনটাই মত সিবিআইয়ের। কয়লা কান্ড এবং গরু পাচার কাণ্ড নিয়ে এর আগেও সরব হয়েছে বিরোধীরা। তাদের মতে, এর সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূলের প্রভাবশালী নেতারাও। কিন্তু বিনয়কে হাতে না পেলে এ সম্পর্কে আরও বেশি তথ্য পাওয়া অনেকটাই অসম্ভব হয়ে পড়বে সিবিআইয়ের জন্য। তাই আপাতত এই ঘটনা কোন দিকে গড়ায় সে দিকেই নজর থাকবে সকলের।


Abhirup Das

সম্পর্কিত খবর