বাংলা হান্ট ডেস্কঃ এনআরসির তালিকা প্রকাশের পর থেকেই এক অদ্ভুত অস্থিরতা দানা বেঁধেছে আসাম জুড়ে। যাকে নিয়ে রাজনীতির জল কম ঘোলা হচ্ছে না। আর সেই মধ্যেই আবার গোর্খা সেন্টিমেন্টকে কাজে লাগাতেই পথে নেমেছে তারা।
বুধবার দার্জিলিঙে এক সাংবাদিক বৈঠক করে এই কমিটির কথা ঘোষণা করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের এনআরসি তালিকা তৈরি করার পদ্ধতি নিয়ে। পাশাপাশি এদিন তিনি দাবি করেন এনআরসি তালিকা থেকে বাদ যাওয়া ভারতীয় গোর্খাদের এন আর সি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এবং তাদের সুরক্ষা আইনের আধিনে রাখতে হবে। এই দাবিগুলো নিয়ে তারা লাগাতার আন্দোলনে নামবে বলে জানিয়েছেন বিনয় তামাং।
এক কমিটি গঠন করল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় পন্থি সংগঠন । অতিসত্বর এই কমিটির এক প্রতিনিধি দল আসামের তিনটি সবথেকে প্রভাবিত এলাকায় সফরে যাবেন। এবং সেখানে গিয়ে স্থানীয় গোর্খা জনজাতি মানুষদের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে এই কমিটির সদস্যরা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যে সরকারের সাথে দেখা করবেন।