বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন ‘বাঙালি বম্বশেল’, ডিভোর্সি করণকে বিয়ের আগে এই ৫ পুরুষ এসেছে বিপাশার জীবনে!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যতজন বাঙালি নিজের পায়ের তলার মাটি শক্ত করে দর্শকদের মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম বিপাশা বসু (Bipasha Basu)। শুধু ছাপ ফেলাই নয়, হিন্দি ইন্ডাস্ট্রিতে রীতিমতো রাজত্ব করেছিলেন তিনি। বোল্ড অবতারের জন্য বিশেষ ভাবে পরিচিত ছিলেন বিপাশা (Bipasha Basu)। বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন তিনি। তেমনি তাঁর জীবনেও আনাগোনা থেকেছে একাধিক পুরুষের।

বিয়ের আগে কতগুলি সম্পর্কে ছিলেন বিপাশা (Bipasha Basu)?

মডেলিং কেরিয়ার থেকে বলিউডে অভিনয়ে ডেবিউ, বিপাশার (Bipasha Basu) জনপ্রিয়তা পেতে দেরি হয়নি। বাংলার ডাস্কি বিউটি হয়ে উঠেছিলেন গ্ল্যামার দুনিয়ায় চর্চার মধ্যমণি। বর্তমানে স্বামী সন্তানের সঙ্গে সুখে ঘরকন্না করলেও একসময় বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিছু সম্পর্ক কয়েক মাসে শেষ হলেও কিছু আবার চলেছে কয়েক বছর পর্যন্ত। এই ছয় অভিনেতার সঙ্গে বিপাশার (Bipasha Basu) প্রেম ছিল টক অফ দ্য টাউন-

Bipasha basu had been in these many relationship

মিলিন্দ সোমন- মডেলিং দুনিয়ায় থাকার সময়ে মিলিন্দের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা (Bipasha Basu)। তবে তাঁদের সম্পর্ক বেশিদিন চলেনি।

আরো পড়ুন : মুনমুনের স্বপ্নের রাজপুত্র, কীভাবে সুচিত্রা সেনের জামাই হলেন ভরত দেব বর্মা? হার মানবে সিনেমাও!

ডিনো মোরিয়া- এরপর ‘রাজ’ ছবির সহ অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তাঁদের প্রেম হইচই ফেলে দিয়েছিল বলিউডে। শোনা যায়, রাজ ছবির আগে থেকেই প্রেম করছিলেন তাঁরা। একসঙ্গে বহু ঘনিষ্ঠ ফটোশুটও করেছিলেন দুজনে। পাঁচ বছর চলেছিল সেই সম্পর্ক। তারপর তাঁদের বিচ্ছেদ হয়। যদিও বন্ধুত্ব থেকে গিয়েছিল দুজনের। এমনকি বিপাশার (Bipasha Basu) বিয়েতেও এসেছিলেন ডিনো।

আরো পড়ুন : সহ্য করতে পারেন না স্টারকিডদের, অথচ আরিয়ানের ক্ষেত্রে উলটো সুর কঙ্গনার! নেটিজেনরা বলছেন, ‘ভূতের মুখে…’

জন আব্রাহাম- বিপাশার (Bipasha Basu) প্রেম জীবনের মধ্যে সবথেকে চর্চিত সম্পর্ক ছিল এটাই। দীর্ঘ এক দশক ধরে সম্পর্কে ছিলেন বিপাশা এবং জন। তাঁদের জুটি দারুণ জনপ্রিয় ছিল ইন্ডাস্ট্রিতে। স্বাভাবিক ভাবেই জুটির বিচ্ছেদের খবর শোরগোল ফেলে দিয়েছিল ইন্ডাস্ট্রিতে। বিচ্ছেদের পরের সময়টা সহজ ছিল না বলেও জানিয়েছিলেন বিপাশা।

রানা দগ্গুবতী- একটি ছবিতে অভিনয়ের সূত্রে দুজনের মধ্যে প্রেমের সূত্রপাত হয়। তবে ছয় মাস সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যান তাঁরা।

হরমন বাওয়েজা- সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন বিপাশা (Bipasha Basu)। বিয়ে পর্যন্ত গড়িয়েছিল এই সম্পর্ক। কিন্তু গাঁটছড়া বাঁধার আগেই ভেঙে যায় প্রেম।

করণ সিং গ্রোভার- এরপরেই করণের সঙ্গে পরিচয় বিপাশার। ‘অ্যালোন’ ছবির শুটিংয়ের সময়েই দুজনের প্রেম শুরু হয়। প্রোপোজাল দিয়েছিলেন করণই। অবশেষে ২০১৬ তে বিয়ে করেন তাঁরা। বর্তমানে এক মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর