‘আমি মিত্তি মেয়ে’, আধো আধো গলায় বাংলা বলছে দেবী, বিপাশার শিক্ষাকে কুর্নিশ নেটপাড়ার

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কেরিয়ার গড়লেও বাংলার টান ভোলেননি বিপাশা বসু (Bipasha Basu)। বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী তিনি। এক সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ছবি। তাঁর লাস্য, বোল্ডনেসে কাত হয়েছিলেন বহু দর্শক। এখন অবশ্য সময় বদলেছে অনেকে। পুরুষদের হৃদয় ঘায়েল করা বিপাশা (Bipasha Basu) এখন একজন স্নেহময়ী মা। কন্যাসন্তানকে মানুষ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

ছোট থেকেই মেয়েকে বাংলা শেখাচ্ছেন বিপাশা (Bipasha Basu)

করণ সিং গ্রোভারকে বিয়ের বেশ কয়েক বছর পর প্রথম সন্তানের মা হন বিপাশা (Bipasha Basu)। তাঁর কোলে আসে একরত্তি দেবী। জন্মের পরেই কিছু শারীরিক জটিলতা হয়েছিল বিপাশা (Bipasha Basu) কন্যার। তবে সেসব কাটিয়ে এখন সম্পূর্ণ সুস্থ দেবী। মেয়েকে নিয়েই সময় কেটে যায় বিপাশার (Bipasha Basu)। এই ছোট্ট বয়স থেকেই দেবীকে যা শিক্ষা তিনি দিচ্ছেন দেখলে অবাক হয়ে যাবেন।

আরো পড়ুন : ক্যামেরা অন হতেই পাশবিক রাহুল, ধর্ষণের দৃশ্যে কী হয়েছিল তৃপ্তির সঙ্গে!

মিষ্টি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

একটি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন বিপাশা (Bipasha Basu)। সেখানে দেখা গিয়েছে, ছোট্ট দেবীর সঙ্গে কথা বলছেন তিনি। মা যা বলছে সেটারই পুনরাবৃত্তি করছে দেবী। ভিডিওর শুরুতে বিপাশাকে (Bipasha Basu) ইংরেজিতে বলতে শোনা যায়, ‘হাউ অ্যাবাউট ইউ’। উত্তরে সেটাই রিপিট করে দেবী। এরপরে বাংলায় বলতে শুরু করেন বিপাশা (Bipasha Basu)। তিনি বলেন, ‘তুমি কেমন আছো’। আধো আধো গলায় মার কথারই পুনরাবৃত্তি করে দেবী। আবার মায়ের নকল করে সে বলে ওঠে, ‘আমি ভালো মেয়ে, আমি একটা মিত্তি মেয়ে’।

আরো পড়ুন : ‘আজই ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইবে’, হুমকি প্রাক্তন কাউন্সিলরের, বিষ্ফোরক মোড় RG Kar কাণ্ডে

আদরে ভরিয়েছেন নেটিজেনরা

আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে এই মিষ্টি ভিডিওটি শেয়ার করেছেন বিপাশা (Bipasha Basu)। তিনি লিখেছেন, ‘প্রতিদিনই কন্যা দিবস, প্রতিদিনই দেবীর দিন’। কমেন্টে একজন লিখেছেন, ‘পুরো মিষ্টি দই’। আরেকজন লিখেছেন, ‘ছোট্ট মিষ্টি পরী দেবী’। আবার আরেকজন বিপাশাকে বলেছেন, মেয়েকে পঞ্জাবি ভাষাও শেখাতে।

Bipasha Basu

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা এবং করণ। ২০২২ এ জন্ম হয় দেবীর। কিন্তু তাঁর জন্মের পরেই জানা যায় দেবীর হার্টে দুটি ছিদ্র রয়েছে। মাত্র তিন মাস বয়সেই একরত্তির ওপেন হার্ট সার্জারি হয়। এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ দেবী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর