বাংলাহান্ট ডেস্ক: মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বাসু (bipasha)। এমনি গুঞ্জনে ছয়লাপ বলিপাড়া। সম্প্রতি বঙ্গললনার কিছুটা বাড়তি ওজন নিয়েই যাবতীয় জল্পনার সূত্রপাত। যে বিপাশাকে সবসময় স্লিম অ্যাড ফিট লুকে দেখা গিয়েছে হঠাৎ করে তাঁর ওজন বাড়লে কৌতূহল তো হবেই। অন্তত তেমনটাই মনে করেন নেটনাগরিকদের একাংশ। আর সেখান থেকেই বিপাশার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শুরু।
অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন বিপাশা। কিন্তু মুখ খুলে তিনি নিরাশই করলেন নেটিজেনদের। সন্তানসম্ভবা নন তিনি, এমনটাই সাফ জানিয়ে দিলেন বিপাশা। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন যখনি তাঁর একটু ওজন বেড়েছে তখনি সন্তান সম্ভবা হওয়ার গুঞ্জন রটেছে।
বিপাশা বলেন, তিনি ফিটনেস অ্যাম্বাসাডর ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তিনি সবসময় ফিটনেসের কথা, ওজন নিয়ন্ত্রণে রাখার কথা চিন্তা করবেন। যতই হোক, তাঁর নিজের শরীরের ওজন কতটা বাড়াবেন কতটা বাড়াবেন না সেটা তাঁর একার সিদ্ধান্ত। বিপাশার বক্তব্য, যতক্ষণ না মানুষ তাঁর কোলে সত্যি সত্যিই একটা শিশুকে দেখছে ততক্ষণ এই গুঞ্জনগুলো থামবে না।
তবে অভিনেত্রী জানান, এই ধরনের গুজবে তিনি ক্ষুব্ধ হন না। কারণ তিনি বোঝেন অনুরাগীরা তাঁর ভালোই চান। পরিবারটা বাড়ুক এটাই কামনা শুভাকাঙ্খীদের। এর মধ্যে কোনো নেতিবাচকতা নেই বলেই মনে করেন বিপাশা। তবে তাঁর সংযোজন, যদি তা হওয়ারই হয় তবে ঠিক হবে।
২০১৬ তে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বিপাশা। দুজনের সুখী দাম্পত্য জীবনের ছবি প্রায়শই উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়। এখন আর সেই অর্থে ছবিতে কাজ না করলেও লাইমলাইট ঠিকই ধরে রেখেছেন এই বাঙালি কন্যে। এবার তাঁর কোল জুড়ে এক ফুটফুটে রাজপুত্র বা রাজকন্যা আসুক এমনটাই চাইছেন অনুরাগীরা।